মোহাম্মদ রফিক, অতিথি লেখক: রোববার দুর্দান্ত এক জয়ে ইংল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। এবার সিরিজ জয়ের পালা। ঢাকার মাঠের পর এবার চট্টগ্রামে আমাদের মাশরাফিদেরকে নিজেদের সেরাটা দিতে হবে, সিরিজ জয় নিশ্চিত করতে হবে।
আগামিকাল বুধবার সিরিজ জয়ের জন্য বাংলাদেশ একাদশে কোন পরিবর্তনের প্রয়োজন নেই। কেবল দায়িত্ব নিতে হবে ব্যাটসম্যানদের। আগে হউক, পরে হউক যখন ব্যাট করবে টাইগাররা, তখন ব্যাটসম্যানদের রান করতে হবে।
আগে ব্যাট করলে বাংলাদেশ চ্যালেঞ্জিং স্কোর দাড় করাত হবে। বোলারদের এনি দিতে হবে লড়াইয়ের জন্য পর্যাপ্ত পূঁজি। চট্টগ্রামের উইকেট কেমন হবে এখনো বলা না গেলেও বাংলাদেশ আগে ব্যাট করলে অন্তত ৩০০ রানের উপরে যেতে হবে। তখনি কিছুটা নিরাপদ মনে করা যেতে পারে স্কোরটা। তবে সেটা সম্ভব হবে বোলাররা ভালো বল করতে পারলে।
আর পরে ব্যাট করতে হলে আগে দায়িত্ব নিতে হবে বোলারদেরকে। প্রতিপক্ষ ইংল্যান্ডকে আটকাতে হবে ২৫০ থেকে ২৮০ রানের মধ্যেই। যত সম্ভব পারা যায় তাদরেক অলআউট করতে হবে। তখন ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে খেলতে হবে।
কোন প্রকার ভুল ত্রুটি করা যাবে না। একেবারে সাবধানী হয়ে ব্যাটিং করতে হবে। প্রতিপক্ষ বোলারদের ফাঁদে পা দেওয়া যাবে না।
বোলিংয়ের সময় বিশেষ নজড় দিতে হবে বেন স্টোকস ও জস বাটলারের দিকে। যতদ্রুত সম্ভব এদেরকে আ্উট করতে হবে সেট হওয়ার আগেই। মনে রাখতে হবে এরা উইকেটে থিতু হয়ে গেলে আউট করা কঠীন হয়ে পড়বে।
একাদশে উইনিং কম্বিনেশন ভাঙার প্রয়োজন নেই। তারপরও যদি টিম ম্যানেজমেন্ট মনে করে চেঞ্জ করতে হবে তাহলে শফিউলের জায়গায় আল আমিনকে বিবেচনা করা যেতে পারে। তবে সেটি সঠিক সিদ্ধান্ত হবে না। শফিউল তেমন খারাপ করছে না। বোলাররা সবাই নিজেদের সেরাটা দিচ্ছে।
ব্যাটসম্যানরা বারবার ব্যর্থ হচ্ছে। কেউ ধারাবাহিত পারফর্মার হতে পারছে না। আজ সব ব্যাটসম্যানকেই দায়িত্ব নিতে হবে। একজন দুজনকে রান করলে চলবে না। রান করতে হবে সব ব্যাটসম্যানকে।
নিজেদের সামর্থ্য অনুযায়ী খেললে আজ জিতবেই বাংলাদেশ। ঘরের মাঠে টানা সিরিজ জয় অব্যাহত রাখবে আমাদের মাশারাফিরা।
চট্টগ্রাম আমাদের জন্য লাকি ভেন্যু। সেখানে সর্বশেষ খেলা ৩ ওয়ানডের সবকটিতেই জিতেছে বাংলাদেশ। আজ জয় দিয়ে সেই যাত্রা অব্যাহত রাখতে হবে।
লেখক: সাবেক ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/অ/মু.র/০০