স্পোর্টস ডেস্ক::সিরিজ জয়ের লক্ষ্যে আগে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ দল। তবে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও একাদশে সুযোগ হয়নি ওপেনার এনামুল হক বিজয়। ঘরোয়া ক্রিকেটের ওয়ানডে ফরম্যাটে পারফর্ম করা এই ব্যাটারকে সুযোগ না দেওয়ায় আলোচনা-সমালোচনা চলছিলো। তবুও একাদশে সুযোগ মিলে নি তার।
বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল টস জিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক নিকোলাস পুরানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন। বাংলাদেশ উইনিং কম্বিনেশন ভেঙে একাদশে একটি পরিবর্তন এনেছে। পেসার তাসকিনকে একাশের বাইরে রাখা হয়েছে। তার জায়াগয় ব্যাটিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকে সুযোগ দেওয়া হয়েছে।
বিজয়ের ভক্ত-সমর্থকদের প্রত্যাশা ছিলো সাকিব-মুশফিক বিহীন একাদশে হয়তো তার সুযোগ মিলবে না। কিন্তুু টিম ম্যানেজম্যান্ট তাকে ওয়ানডে ফরম্যাটে সুযোগই দিচ্ছে না। তামিম ইকবাল আগেই জানিয়েছেন, দলে শান্তকে রেখে তিনি বিজয় খেলানোর পক্ষে নয়। ফলে বোঝাই যাচ্ছে ক্যারিবিয়ান সফরে ওয়ানডে ফরম্যাটে তার সুযোগ মেলার সুযোগ নেই।
লিস্ট ‘এ’ ক্রিকেটে রেকর্ড গড়ে রান করেছিলেন বিজয়। ওয়ানডে ফরম্যাটের প্রিমিয়ার লিগে এক মৌসুমের সর্বোচ্চ রান করে দীর্ঘ ৬ বচর পর জাতীয় দলের স্কোয়াডে ফিরে ছিলেন। অথচ সেই বিজয়ের সুযোগ মিলছে না ওয়ানডে ফরম্যাটেই। মাঝখানে তাকে টেস্ট ও টি-২০ খেলানো হয়েছে। তবে সেখানে খুব একটা ভালো করেননি তিনি।
সমর্থকদের চাওয়া ছিলো তাকে ওয়ানডে ফরম্যাটে সুযোগ দেওয়া হবে। কারণ ওয়ানডে ফরম্যাটেই তিনি পারফর্ম করেছেন। কিন্তুু সেই সম্ভাবনাও নেই। প্রথম ম্যাচ শেষেই ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছে, তিনি শান্তর পক্ষেই। কারণ শান্ত দীর্ঘ দিন থেকেই দলের সঙ্গে রয়েছে। নতুন করে কেউ দলে এসেই সুযোগ পাবে না। তাকে সুযোগের অপেক্ষায় থাকতে হবে।
বাংলাদেশ একাদশ::
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
উইন্ডিজ একাদশ::
নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ, রোভম্যান পাওয়েল, শামারাহ ব্রুকস, ব্র্যান্ডন কিংস, কাইল মায়ার্স, রোমারিও শেফার্ড, কিমো পল, গুদাকেশ মতি, আলঝারি জোসেপ ও আকিল হোসেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০