নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মুখোমুখি লড়াইয়ে নেমেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স। ম্যাচটি শুরু হয়েছে সন্ধ্যা সাড়ে ৬টায়। তবে এর আগে মিরপুরের হোম অব ক্রিকেটে হয়েছে টস।
যেখানে জিতেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অধিনায়ক শুভাগত হোম। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। যার ফলে আগে ব্যাট করতে নামছে ইয়াসির আলি রাব্বির নেতৃত্বাধীন খুলনা টাইগার্সকে।
এই ম্যাচে একাদশে পাঁচ পরিবর্তন এনেছে চট্টগ্রাম। সিলেটের বিপক্ষে শোচনীয় হারের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন মালিন্দা পুষ্পকুমারা, দারউইস রাসুলি, মেহেদী মারুফ, আল আমিন জুনিয়র ও মোহাম্মদ নিহাদউজ্জামান। তাদের পরিবর্তে একাদশে এসেছেন ইরফান শুক্কুর, ম্যাক্স ও দৌদ, বিজয়কান্ত ভিয়াসকান্ত, আবু জায়েদ রাহি ও জিয়াউর রহমান।
এদিকে খুলনাও নিজেদের একাদশে একটি পরিবর্তন এনেছে। বাদ পড়েছেন মুনিম শাহরিয়ার। তার পরিবর্তে একাদশে এসেছেন হাবিবুর রহমান। বিপিএলে নিজের অভিষেক ম্যাচ খেলতে নামছেন তিনি।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ
শুভাগত হোম (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, ইরফান শুক্কুর, ম্যাক্স ও দৌদ, বিজয়কান্ত ভিয়াসকান্ত, উসমান খান, মৃত্যুঞ্জয় চৌধুরি, উন্মুক্ত চাঁদ, আবু জায়েদ রাহি, জিয়াউর রহমান ও মেহেদী হাসান রানা।
খুলনা টাইগার্স একাদশ
ইয়াসির আলি রাব্বি (অধিনায়ক), তামিম ইকবাল, হাবিবুর রহমান, শারজিল খান, আজম খান, সাব্বির রহমান, নাহিদুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, ওয়াহাব রিয়াজ, নাসুম আহমেদ ও পল ফন মিকিরিন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post