নিজস্ব প্রতিবেদকঃ শুরু হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। এর আগে ইতিমধ্যেই টস অনুষ্ঠিত হয়েছে।
সেই টস জিতেছেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদী। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
এই ম্যাচে বাংলাদেশ একাদশে ফিরছেন সাকিব আল হাসান। সবশেষ ইংল্যান্ডের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে আঙ্গুলের ইনজুরির কারণে খেলতে পারেননি বিশ্বসেরা এই তারকা। ইনজুরির কারণে খেলতে পারেননি তাসকিন আহমেদও। তিনিও ফিরেছেন এই ম্যাচের একাদশে।
এছাড়া একাদশে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব। তিনি সবশেষ চলতি বছর মার্চে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেছিলেন। এরপর বাদ পড়েন দল থেকে। তবে ডিপিএলে পারফর্ম করে এসেছেন আবারও দলে। সুযোগও পেয়েছেন একাদশে।
সবশেষ ইংল্যান্ডের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডের একাদশ থেকে বাদ পড়েছেন রনি তালুকদার, মৃত্যুঞ্জয় চৌধুরি ও এবাদত হোসেন। এর মধ্যে রনি ও মৃত্যুঞ্জয় এবার দলেই সুযোগ পাননি।
এদিকে আফগানিস্তানের একাদশে অভিষেক করানো হয়েছে মোহাম্মদ সেলিমকে। ডানহাতি এই পেসার একাদশে সুযোগ পেয়েছেন আফগানদের সাবেক অধিনায়ক গুলবাদিন নাইবের জায়গায়।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
আফগানিস্তান একাদশ
হাশমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, মোহাম্মদ নবি, নজিবউল্লাহ জাদরান, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকী, আজমতউল্লাহ ওমরজাই ও মোহাম্মদ সেলিম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা