স্পোর্টস ডেস্ক:: চ্যাম্পিয়ন্স ট্রফি ব্যর্থতার পর পাকিস্তান দল নিউজিল্যান্ড সফরে যাচ্ছে। কিউ সফরের জন্য ওয়ানডে ও টি-২০ দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দুই ফরম্যাটের দলে এসেছে একাধিক পরিবর্তন। ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন শাহীন শাহ আফ্রিদী। টি-২০ দল থেকে বাদ পড়েছেন অধিনায়ক রিজওয়ান ও বাবর আজম।
পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে পাকিস্তান দল। পাকিস্তান ক্রিকেট বোর্ড দুই ফরম্যাটের দলে ব্যাপক রদবদল এনেছেন। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের জায়গা হয়নি টি-২০ দলে। তার জায়গায় পাকিস্তানকে নেতৃত্ব দেবেন সালমান আলী আগা। রিজওয়ান অধিনায়ক হওয়ার পর পাঁচ টি-২০তে অধিনায়কত্ব করে সবগুলোই হেরেছেন।
পিসিবি টি-২০ দলে বেশ পরিবর্তন এনেছে। দলে ফেরানো হয়েছে মোহাম্মদ হারিস ও খুশদিল শাহকে। সুযোগ পেয়েছেন হাসান নাওয়াজ। দলে আছেন আব্দুল সামাদ। টি-২০ থেকে বাদ পড়লেও অবশ্য ওয়ানডে দলে আছেন রিজওয়ান ও বাবর। দলে ফিরেছেন আবদুল্লাহ শাফিক। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন পেসার আকিফ জাভেদ।
বাবর ও রিজওয়ানকে বাদ দেওয়া নিয়ে পাকিস্তানের কোচ আকিব জাভেদ বলেন, ‘‘আমাদের নতুন ও তরুণ খেলোয়াড়দের আনা এবং আমরা যে ক্রিকেট খেলছি, তার ধরনে পরিবর্তন দরকার। অনেক দল তাদের টি-টোয়েন্টি দলগুলোকে অন্য সংস্করণ থেকে আলাদা করেছে, ৮০-৯০ শতাংশ পর্যন্ত আলাদা।”
দলে জায়গা পেতে হলে ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে জানিয়ে পাক কোচ বলেন, ‘‘বাবর, শাহিন (আফ্রিদি), রিজের (রিজওয়ান) মতো শীর্ষ খেলোয়াড়রা এত বেশি সফর করে যে, তাদের ঘরোয়া ক্রিকেট খেলার সময় থাকে না। এখন তাদের ঘরোয়া ক্রিকেট খেলার সময় আছে। যতক্ষণ না চার দিনের ম্যাচ খেলবেন, ততক্ষণ টেস্ট বা ওয়ানডেতে উন্নতি করতে পারবেন না।’’
টি-২০ দল:
হাসান নাওয়াজ, ওমাইর ইউসুফ, মোহাম্মদ হারিস, আব্দুল সামাদ, সালমান আলী আগা (অধিনায়ক), ইরফান নিয়াজি, খুশদিল শাহ, শাদাব খান, আব্বাস আফ্রিদি, জাহানদাদ খান, মোহাম্মদ আলী, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ ও উসমান খান।
ওয়ানডে দল:
মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলী আগা, আবদুল্লাহ শাফিক, আবরার আহমেদ, আকিফ জাভেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ইমাম-উল-হাক, খুশদিল শাহ, মোহাম্মদ আলি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, ইরফান নিয়াজি, নাসিম শাহ, সুফিয়ান মুকিম ও তৈয়ব তাহির।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০