স্পোর্টস ডেস্ক:: লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে রিয়াল মাদ্রিদ। দুই দলের একাধিক সুযোগ মিসের ম্যাচে ফরাসি তারকা করিম বেনজেমার গোলই রিয়াল মাদ্রিদ আবারো হারিয়েছে লিভারপুলকে। সান্তিয়াগো বার্নাবউতে দ্বিতীয় লেগেও দাপুটে জয় তুলে নিলো রিয়াল।
প্রথম লেগে লিভারপুলকে ৫-২ গোলে হারিয়ে ছিলো রিয়াল। এবার দ্বিতীয় লেগে ১-০ গোলে হরিয়ে দুই মিলিয়ে ৬-২ অগ্রগামিতায় শিরোপার মিশনেই থাকলো কার্লো আনচেলত্তির দল।
প্রথম লেগে সহজ জয় পেয়েছিলো রিয়াল। তবে দ্বিতীয় লেগে এবার জয়ের জন্য বেশ কষ্ট করতে হয়েছে। দুই দল সমানে সমান লড়াই করেছে। একাধিক সুযোগও মিস করেছে। ম্যাচের প্রথমার্থ তাই শেষ হয়েছে গোল শুন্য সমতায়। কোনো দলই এগিয়ে থেকে যেতে পারেনি বিরতিতে।
বিরতির পরও ম্যাচের বেশ কিছু সময় গোলের দেখা পায়নি কেউ। প্রথমার্ধের মতোই সুযোগ মিস করতে থাকে। তবে ম্যাচের ৭৮তম মিনিটে রিয়াল মাদ্রিদের রক্ষাকর্তা হয়ে আসেন করিম বেনজেমা। তার একমাত্র গোলেই লিড নেয় রিয়াল মাদ্রিদ। ১-০ ব্যবধানে এগিয়ে যায় দলটি।
শেষ দিকে গিয়ে গোল হজম করে মোহাম্মদ সালাহ’র দল আর ঘুরে দাঁড়াতে পারেনি। ১-০ গোলের হার সঙ্গী হয় তাদের। দুই লেগ মিলিয়ে হার ৬-২ গোলে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post