এক আর্জেন্টাইনের কাছে চার গোল হজম করে ক্ষমা চাইলেন রিয়াল মাদ্রিদ কোচ

0
93

স্পোর্টস ডেস্কঃ জিরোনার কাছে ৪-২ গোলে বিধ্বস্ত হয়ে লা লিগার শিরোপার দৌড় থেকে পুরোপুরি ছিটকে গেল রিয়াল মাদ্রিদ। চলতি আসরে ৩১ ম্যাচে ষষ্ঠ হারের তেতো স্বাদ পাওয়া রিয়াল ৬৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৭৬ পয়েন্ট নিয়ে চূড়ায় বার্সেলোনা।

মঙ্গলবার রাতে ২৪ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড ভালেন্তিন কাস্তেইয়ানোস একাই রিয়ালের জালে করেন চার গোল। হারের পর অকপটে ক্ষমা প্রার্থনা করলেন রিয়াল মাদ্রিদ কোচ। দলের পারফরম্যান্সে তিনি নিজেও বিরক্ত ও ক্ষুব্ধ। কার্লো আনচেলত্তি বলেন, ‘আমি বুঝতে পারছি, আপনারা কষ্ট পেয়েছেন। আপনারা ক্ষুব্ধ। আমরা ক্ষমাপ্রার্থী। আমাদেরও কষ্ট হচ্ছে।’

লিগ শিরোপার দৌড় থেকে ছিটকে যাওয়া রিয়াল কোপা দেল রে ফাইনাল ও চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালে টিকে আছে। আর সেই প্রতিযোগিতা দিয়ে ঘুরে দাঁড়ানোর আশায় কোচ। আনচেলত্তি বলেন, ‘সমর্থকরা জানেন যে, কোপা দেল রে ফাইনাল ও চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে আমরা ঘুরে দাঁড়াব। আমাদের দ্রুত জেগে উঠতে হবে, কারণ এখনও অনেক কিছু পাওয়ার আছে। আমরা জেগে উঠব।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here