স্পোর্টস ডেস্ক:: বিশ্ব ক্রিকেটে এমন ‘রেকর্ড’ আগে হয়নি। এক ইনিংসে এক দলের ৯ ব্যাটারই ৫০’র বেশি রান করেছেন। প্রথম ইনিংসে ব্যাট করা দল ৭ উইকেটে তুলেছে ৭৭৩ রান। ভারতের রঞ্জি ট্রফিতে এই বিশ্বরেকর্ড হয়েছে।
রঞ্জি ট্রফির এই মৌসুমের কোয়ার্টারফাইনাল চলছে। ব্যাঙ্গালুরুর জাস্ট ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে শেষ আটের লড়াইয়ে মুখোমুখি হয়েছে ঝাড়খন্ড ও বেঙ্গল। নিজেদের প্রথশ ইনিংসে আগে ব্যাট করতে নামা বেঙ্গল এই রেকর্ড গড়েছে। তাদের সাত ব্যাটার ফিফটি হাঁকিয়েছেন। দুই ব্যাটার ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দিয়েছেন।
ইনিংস উদ্বোধন করতে নামা ব্যাটার থেকে শুরু করে শেষ ব্যাটার পর্যন্ত সকলেই পঞ্চাশের ঘর পেরিয়েছেন বেঙ্গলের। ৭ উইকেটে ৭৭৩ রান নিয়ে ইনিংস ঘোষণা করেছেন। নিজেদের প্রথম ইনিংসে ঝাড়খন্ডকে রোনার বোঝা নিয়ে ব্যাট করতে হবে।
বেঙ্গলের হয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন সুদিপ কুমার ও অণুসতাম মজুমদার। সুদপি ১৮৪ রানের ঝলমলে এক ইনিংস খেলেছেন। অনুসতাপ ১১৭ রান করছেন। ৬ জুন শুরু হওয়া পাঁচ দিনের ম্যাচটি শেষ হওয়ার কথা ১০ জুন।
রঞ্জি ট্রফির অন্য তিন কোয়ার্টারে মুম্বাইর মুখোমুখি হয়েছে উত্তরাখন্ড, কর্ণাটকের প্রতিপক্ষ উত্তর প্রদেশ ও পাঞ্চাবের বিপক্ষে লড়ছে মধ্যপ্রদেশ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০