স্পোর্টস ডেস্ক:: এক ওভারে আর কত রানই হতে পারে? ৩০/৩৫ মাঝে মধ্যে হচ্ছে। তাই বলে ৪৬ রান? সেটাই হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ ৩৬ রান হওয়ার রেকর্ড আছে। স্বীকৃত ঘরোয়া ক্রিকেটেও এক ওভারে সর্বোচ্চ ৪৩ রানের রেকর্ড আছে।
নিউজিল্যান্ডের লিস্ট ‘এ’ ক্রিকেটে ২০১৮ সালে এক ওভারে ৪৩ রান হয়েছিলো। এবার স্বীকৃতি ক্রিকেটে এক ওভারে এলো ৪৬ রান। কুয়েতের ঘরোয়া লিগ কেসিসি টি-২০ চ্যাম্পিয়নশিপে এই রেকর্ড হয়েছে। ব্যাটাররা এক ওভারেই তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি ছুঁই ছুঁই রান।
কেসিসি চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হয়েছিলো এনসিএম ইনভেস্টমেন্টস ও ট্যালি সিসি। ম্যাচটিতে আগে ব্যাট করা এসিএম এক ওভারে ৪৬ রান তুলার রেকর্ড করে ফেলে। রীতিমতো ঝড় বইয়ে যায় ট্যালি সিসির উপর।
আগে ব্যাট করা এনসিএম ইনভেস্টমেন্টস ৬ উইকেটে ২৮২ রান তুলে। ইনিংসের ১৫তম ওভারটিই হয় ব্যয়বহুল ওভার। হতভাগা বোলারের নাম হারমান সিং। ট্যালি সিসির এই বোলার প্রথম বলটি ‘নো’ বল ডেলিভারি দেন ব্যাটসম্যান বাসুদেব ছক্কা হাঁকান। তাতে আসে ৭ রান। ওভারে দ্বিতীয় বলে লেগবাই থেকে ৪। তৃতীয় বলটি হারমান আবারো ‘নো’ বল ডেলিভারি দেন। তাতে যোগ হয় আরো ৭ রান। পরের চার বলে ছক্কা হাঁকিয়ে ৪৬ রান তুলে নেন এনসিএমের ব্যাটার বাসুদেব।
হারমিনের উপর ঝড় তোলা ব্যাটার বাসুদেব ৪১ বলে ১০০ রান করেন। ৪ চারের ইনিংসে ছিলো ১১ ছক্কার মার। ২৮৩ রানের টার্গেটে ব্যাট করতে নামা ট্যালি সিসি ১৫.২ ওভারে মাত্র ৬৬ রানে অলআউট হয়ে যায়। ২১৬ রানে জিতে এনসিএম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post