এক ওভারে ৭ ছক্কা হাঁকিয়ে রুতুরাজের বিশ্বরেকর্ড!

0
195

স্পোর্টস ডেস্কঃ এক ওভারে ৭টি ছয়! ক্রিকেটে অভূতপূর্ব নজির গড়লেন রুতুরাজ গায়কোয়াড়। বিজয় হাজারে ট্রফিতে এ কীর্তি গড়েন ভারতীয় এই ব্যাটার। এত দিন ভারতীয়দের মধ্যে ছয় বলে ৬ ছক্কার রেকর্ড ছিল সাবেক দুই ক্রিকেটার রবি শাস্ত্রী এবং যুবরাজ সিংয়ের। এবার এই দুজনকেও ছাপিয়ে গেলেন রুতুরাজ।

আজ উত্তর প্রদেশের বিপক্ষে ইতিহাস গড়া ব্যাটিং করেছেন মহারাষ্ট্রের হয়ে খেলা রুতুরাজ। ইনিংসের ৪৯তম ওভারে উত্তর প্রদেশের শিভা সিংয়ের বলে ৭ ছাক্কা হাঁকিয়েছেন তিনি। স্বীকৃত ক্রিকেটে এমন ঘটনা আর দেখা যায়নি।

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের দুই নম্বর মাঠে শিভার ওভারে রুতুরাজ প্রথম ৪ বলে ৪ ছক্কা হাঁকান। ৫ম বল নো বল করেন বোলার, সেটিতেও ছক্কা হাঁকান রুতুরাজ। থামেননি এখানেই, বৈধ ৫ম ও ৬ষ্ঠ বলেও ছক্কা হাঁকান। ওভার থেকে আসে ৪৩ রান।

ওপেনার রুতুরাজ শেষ পর্যন্ত করেছেন ২২০* রান। ১৫৯ বল স্থায়ী ইনিংসে ১০ টি চার ও ১৬ টি ছক্কা। তার ২২০* রানে ভর করে ৫ উইকেটে ৩৩০ রান তোলে মহারাষ্ট্র।

এর আগে ছয় বলে ছয় ছক্কা দেখেছে ক্রিকেট বিশ্ব। এই ঘটনার সূত্রপাত ঘটে ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্সের হাত ধরে। তিনি ছয় বলে ছয় ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েন ১৯৬৮ সালে, কাউন্টি ক্রিকেটে। এরপর ভারতের রবি শাস্ত্রী ভারতের ঘরোয়া ক্রিকেটে একই কীর্তি গড়েন।

আন্তর্জাতিক ক্রিকেটে এই কীর্তি আছে দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস, ভারতের যুবরাজ সিং, ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ডের।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here