স্পোর্টস ডেস্ক: ধীর ধীরে এগিয়ে চলছে লাল-সবুজের ক্রিকেট। ক্রিকেটের বড় দলে হয়ে উঠা টাইগাররা এবার আরো একটি ফাইল ফলক র্স্পশ করলো। বিশ্ব ক্রিকেটের অন্যতম এক পরাশক্তি ভারতের পরেই যেখানে ঠাই করে নিয়েছে বাংলাদেশ।
১২৫ কোটির মানুষের ভারত যেখানে সবার শীর্ষে, সেখানে ১৬ কোটি মানুষের বাংলাদেশ দ্বিতীয় স্থানে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসয়াল ফেসবুক পেজে একটি মানুষের সমর্থন পড়ে গেছে। এক কোটি ছাড়িয়েছে টাইগারদের অফিসিয়ার পেজের লাইকের সংখ্যা।
১৯৯৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে আসতে আসতে বদলে গেছে বাংলাদেশ ক্রিকেট। তবে ২০১০ এর পর থেকে আমূলে পরিবর্তন হতে থাকে বাংলাদেশের ক্রিকেটের প্রেক্ষাপট। ২০১৫ বিশ্বকাপের পর থেকেই বড় দলগুলোর তকমা লেগে যায় টাইগারদের গায়ে। একের পর এক জয়ে ক্রিকেটের জনপ্রিয়তা এখন আকাশচুম্বী।
বাংলাদেশের ভালো পারফরমেন্সের কারণে ক্রিকেট দেশের অন্যান্য খেলার থেকে জনপ্রিয়তায় অনেক এগিয়ে। আবারো তার বড় প্রমাণ মিলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তায় বাংলাদেশের ক্রিকেট নতুন মাইলফলক স্পর্শ করেছে।
২৭ অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেটের অফিশিয়াল ফেসবুক পেইজ ‘বাংলাদেশ ক্রিকেটঃ দ্য টাইগার্স’ এর লাইকের সংখ্যা ১ কোটি ছাড়িয়েছে। আর এই মাইলফলক স্পর্শের পর আনুষ্ঠানিকভাবে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানায় বিসিবি।
বাংলাদেশের থেকে ক্রিকেটের অন্য দলগুলোর মধ্যে লাইকের সংখ্যায় এগিয়ে আছে শুধুমাত্র ভারত। প্রায় ১২৫ কোটির অধিক মানুষের দেশ ভারতের ক্রিকেটের অফিশিয়াল পেইজে লাইকের সংখ্যা ২ কোটি ৬৬ লাখ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বিডি/০০