স্পোর্টস ডেস্ক:: ভারতের সবচেয়ে প্রাচীন এবং জনপ্রিয় প্রথম শ্রেণীর ক্রিকেট হলো রঞ্জি ট্রফি। এই রঞ্জি ট্রফিতে একটি দলের ক্রিকেটাররা ৩৫ লাখ রুপির কলা ও ২২ লাখ রুপির পানি খেয়েছেন।
যদিও ক্রিকেটাররা অভিযোগ করছেন, আদতে তারা তেমন কোনো খাবারই পাননি। তবুও কর্মকর্তারা এক মৌসুমের বিলে শুধু ৩৫ লাখ রুপির কলা ও ২২ লাখ রুপির পানি খরচের কথা বলেছেন। এমন খরুচে দল হলো ভারতের উত্তরাখন্ড।
উত্তরাখণ্ড রঞ্জি ট্রফিতে একটি ম্যাচ হেরেছে ৭০০’র বেশি রানের ব্যবধানে। মূলত উত্তরাখণ্ড ক্রিকেট বোর্ডের দুর্নীতিতেই এমন হতশ্রী পারফর্ম দলটির। ভারতের প্রথম শ্রেণীর ক্রিকেটারদের যেখানে দৈনিক ভাতা ১৫০০ রুপি বা তারও বেশি, সেখানে এই দলটির ক্রিকেটারদের মাত্র ১০০ রুপি করে দেওয়া হচ্ছে গত দুই মৌসুম ধরে।
সংবাদ মাধ্যম জানাচ্ছে, উত্তরাখণ্ড ক্রিকেট বোর্ড ২০২০-২১ মৌসুমের অডিট রিপোর্টে রঞ্জি ট্রফির দল গঠন এবং খেলার খরচ হিসেবে ৪৯ লাখ ৫৮ হাজার ৭৫০ রুপি খরচ দেখিয়েছেন। ক্যাটারিংয়ে খরচ দেখানো হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৭৩৪৬ রুপি।
প্রথম শ্রেণীর ক্রিকেটের এই দলটির ক্রিকেটারদের শুধু কলা খাওয়ার বিল ধরা হয়েছে ৩৫ লাখ রুপি, পানির বিল ২২ লাখ রুপি। যদিও ক্রিকেটাররা অভিযোগ করেছেন, এর ছিটেফোটাও তারা পাননি। দলটির অধিনায়ক বিস্তা বিসিসিআইকে লিখিত ভাবে জানিয়েছেন কর্মকর্তাদের দুর্নীতির খতিয়ান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০