নিজস্ব প্রতিবেদক: আন্ত:উপজেলা জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্ণামেন্টে যে ম্যাচটি সবেচেয়ে উত্তেজনার, জমজমাট লড়াইয়ে আশরা করা হচ্ছিলো তা হলো না। শক্তিশালী দুই উপজেলা দক্ষিণ সুরমা ও বালাগঞ্জের ম্যাচটি বড্ড এক পেশেই হয়ে গেছে।
শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে সন্ধ্যায় অনুষ্টিত ম্যাচটিতে ৪-০ গোলে বালাগঞ্জ উপজেলাকে হারিয়ে কোয়ার্টারফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ সুরমা উপজেলা ফুটবল দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ করে আসছিলো দক্ষিণ সুরমা। প্রতিরোধ করে কিছু পাল্টা আক্রমণে চেষ্টা করেও গোলের দেখা পায়নি বালাগঞ্জ। প্রথম দিকে গোল করতে পারেনি দক্ষিণ সুরমা উপজেলাও।
তবে প্রথমার্ধের শেষ দিকে ৪০ মিনিটের সময় দক্ষিণ সুরমাকে এগিয়ে দেন মেহেদী হাসান। তার এক গোলে দক্ষিণ সুরমা লিড নিয়েই বিরতিতে যায় দু’দল।
দ্বিতীয়ার্ধের খো শুরুর পর ম্যাচে ফেরার চেষ্টা চালায় বালাগঞ্জ, তবে পারেনি। উল্টো ৬০ মিনিটের সেগুর গোলে ব্যবধান ২-০ গোলে দক্ষিণ সুরমা। এর ১৫ মিনিট পরেই সেগুর দ্বিতীয় গোলেই ব্যবধান ৩-০ গোলে।
ম্যাচের অন্তিম মুহুর্তে বালাগঞ্জের কফিনে শেষ পেরেক ঠুকে দেন দ্বিতীয়াধের শেষ দিকে মাঠে নামা তরুণ স্ট্রাইকার আবু বক্কর। বক্কর গোলে ৪-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে দক্ষিণ সুরমা উপজেলা ফুটবল দল।
ম্যাচ সেরা হয়েছেন আবু বক্কর।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০