স্পোর্টস ডেস্ক:: মুস্তাফিজ, তামিম, রিয়াদরা একদিন আগেই ঈদ উযাপন করলেন। বাংলাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে আগামিকাল ১০ জুলাই রোববার। তবে ক্যারিবিয়ান দ্বীপে থাকা জাতীয় দলের ক্রিকেটাররা আজ ঈদুল আযহার নামাজ আদায় করেছেন।
বিদেশে আজ পালিত হচ্ছে ঈদুল আযহা। ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকা জাতীয় দলের ক্রিকেটাররা তাই আজ ঈদুল আযহা উদযাপন করছেন। মুসলমানদের ধর্মী উৎসবগুলোর মধ্যে সবচেয়ে বড় হলো দুই ঈদের দিন। ঈদুল আযহায় সামর্থ্যবানরা পশু জবাই করে কোরবানী দেন মহান রবের সন্তুুষ্টি লাভের আশায়।
ক্রিকেটাররা দেশে তাদের মতো করে কোরবানী দিচ্ছেন। তবে দেশের বাইরে থাকায় পরিবার, স্বজনদের চেয়ে একদিন আগেই ঈদুল আযহা উদযপান করছেন তারা। আজ শনিবার গায়ানায় এক সঙ্গে জাতীয় দলের ক্রিকেটাররা ঈদুল আযহার নামাজ আদায় করেন।
ঈদের নামাজ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি পোস্ট করছেন ক্রিকেটাররা। দেশ এবং প্রবাসে থাকা সকল সমর্থক, আত্মীয় স্বজনদের জানাচ্ছেন ঈদের শুভেচ্ছা। বাংলাদেশ সময় দুপুরে, স্থানীয় সময় সকালে ঈদের জামাত আদায় করেন ক্রিকেটাররা।
তিন ফরম্যাটের সিরিজ খেলতে গত মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যায় বাংলাদেশ দল। দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে হারের পর তিন ম্যাচের টি-২০ সিরিজও ২-০ ব্যবধানে হারে বাংলাদেশ। সিরিজের একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। আগামিকাল দেশে পবিত্র ঈদুল আযহার দিনে ক্যারিবিয়ান দ্বীপ গায়ানায় ওয়ানডে সিরিজ খেলতে নামবেন ক্রিকেটাররা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০