নিজস্ব প্রতিবেদক:: এক দিন না যেতেই মত পাল্টালেন সাকিব আল হাসান। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে খেলবেন না তিনি। শনিবার ডিপিএলের দল বদল হয়েছে। লিজেন্ডস অব রূপগঞ্জ দলে নিয়েছে সাকিব আল হাসানকে। দলবদলের পর বিকেলে সংবাদ সম্মেলন করে লিজেন্ডস অব রূপগঞ্জ জানায়, সাকিব খেলবেন। তাকে খেলানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে।
ক্রিকট কমিটি অভ ঢাকা মেট্রোপলিসও সংবাদ মাধ্যমকে জানায়, সাকিবের দলবদল হয়েছে। ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে বাঁধা নেই তার। তবে এক দিন না যেতেই আজ রোববার লিজেন্ডস অব রূপগঞ্জ সিসিডিএমকে চিঠি দিয়ে জানিয়েছে, সাকিবের দল বদল স্থগিত করতে। তিনি খেলতে চান না।
আওয়ামীলীগে যোগ দিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ছিলেন সাকিব। আওয়ামীলীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনিও দেশান্তরীণ হন। মার্ডার মামলার আসামিও হন। এরপর জাতীয় দলে খেলার জন্য দেশে আসতে চাইলেও পারেননি সাকিব। দেশের মাটিতে তার শেষ টেস্ট খেলা হয়নি। জায়গা পাননি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে।
বিপিএলেও দল পেয়েছিলেন সাকিব। তবে খেলার জন্য দেশে আসতে পারেননি। জাতীয় দল ও বিপিএলে খেলতে না পারা ক্রিকেটারকে ডিপিএলে দলে নেওয়া নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এবার জানা গেলে সাকিব দেশে আসতে চাইছেন না। খেলতে চাইছেন না ডিপিএলে।
লিজেন্ডস অব রূপগঞ্জের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম টিটু আজ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আপনারা জানেন, সাকিব আল হাসানকে লিজেন্ডস অব রূপগঞ্জে খেলানোর জন্য দলবদল প্রক্রিয়ায় অংশ নিয়েছিলাম। কিন্তু আজকে সাকিবের সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি আমাদের অনুরোধ করেছেন, তার দলবদলটা স্থগিত রাখার জন্য। সিসিডিএমকে আমরা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি।’
সাকিব ইস্যুতে সিসিডিএমের সদস্যসচিব সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেছেন, ‘আমাদের স্বাভাবিক একটি প্রক্রিয়া হচ্ছে দলবদল শেষ হলে সব ক্লাবকে খেলোয়াড় তালিকা পাঠানো। তখন চাইলে ক্লাবগুলো কোনো খেলোয়াড়কে সরিয়ে নিতে পারে। তাদের আবেদনের প্রেক্ষিতে তখন আমরা সাকিবের নাম সরিয়ে নিতে পারব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০