স্পোর্টস ডেস্কঃ সিরিজের তৃ্তীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামছে উইন্ডিজ ও বাংলাদেশ। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় ম্যাচটি ৭.৩০টায় শুরু হবে। ম্যাচ শুরুর আগে ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস।
যেখানে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম দুই ম্যাচেও টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। আগে ব্যাট করতে নামতে হচ্ছে নিকোলাস পুরানের নেতৃত্বাধীন উইন্ডিজকে।
এই ম্যাচে একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দল। বাদ পড়েছেন শরিফুল ইসলাম। তার পরিবর্তে একাদশে এসেছেন তাইজুল ইসলাম। প্রায় আড়াই বছর পর ওয়ানডে একাদশে সুযোগ পেয়েছেন এই বাঁহাতি স্পিনার।
সবশেষ ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নামেন তিনি এই ফরম্যাটে। বাংলাদেশের সাদা পোশাকে নিয়মিত হলেও, রঙিন পোশাকে নিয়মিত নন তাইজুল। এই ম্যাচে পুরোপুরি স্পিন নির্ভর বোলিং আক্রমণ সাজিয়েছে বাংলাদেশ দল। একাদশে কেবল এক পেসার মুস্তাফিজুর রহমান।
এদিকে উইন্ডিজ একাদশেও এসেছে একটি পরিবর্তন। বাদ পড়েছে কাইল মায়ার্স। তার পরিবর্তে একাদশে এসেছেন কিসি কার্টি। যার কিনা এখন পর্যন্ত ৪টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা রয়েছে।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তাইজুল ইসলাম।
উইন্ডিজ একাদশ
নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ, রোভম্যান পাওয়েল, শামারাহ ব্রুকস, ব্র্যান্ডন কিংস, কিসি কার্টি, রোমারিও শেফার্ড, কিমো পল, গুদাকেশ মতি, আলঝারি জোসেপ ও আকিল হোসেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা