এক পা নেই, তবুও সাঁতারে সেরা পল্লব

0
111

স্পোর্টস ডেস্ক: বয়স মাত্র ১১ বছর। এরই মধ্যে দূর্ঘটনায় হারিয়েছেন এক পা। এক পায় নিয়ে চলতে হয়। কিন্তুু দমে যান কিশোর পল্লব কুমার কর্মকার। এক পা নিয়েই এখন দেশ সেরা সাঁতারুদের কাতারে চলে আসতে চায় সে।

এক পা হীন পল্লব ঝড় তুলেছেন সুইমিংপুলে। সাঁতারু অন্বেষণ প্রতিযোগিতা ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০১৬’ এর দ্বিতীয় পর্ব বাছাইয়ের তৃতীয় দিন চমক দেখিয়েছেন পল্লব কুমার কর্মকার।

সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে বুধবার শুরু হয় সাঁতার প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশ নেওয়াদের মধ্যে পল্লব কুমার কর্মকার (বয়স ১১) এক পা না থাকার পরও চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় আসে। খুদে এই সাঁতারু স্থানীয় কোচের সঙ্গেই ঢাকায় এসেছে। প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে অংশ নিয়ে তার বিভাগে সফলতার সাথে পরবর্তী পর্যায়ে উন্নীত হয়।

পল্লবের বাবা কাজল কর্মকার, মা শিউলী রানী কর্মকার। চমক দেখানো খুদে সাঁতারুর বাড়ী চাঁপাইনবাবগঞ্জের শিবতলা। সে ফতেপুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।

চাপাইনবাবগঞ্জের সেরা সাঁতারুদের একজন পা হারানো এই কিশোর। একটি পা না থাকলেও দমে যায়নি পল্লব। পানিতে ঝড় তোলার স্বপ্ন নিয়েই এগিয়ে চলেছে সে।

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ, সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ রফিজ উদ্দিন রফিজসহ নৌবাহিনীর অন্যান্য কর্মকর্তা ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত থেকে দেখেছেন পল্লবের সাঁতারের স্টাইল আর দুর্দান্ত টাইমিং। বাছাইকৃত সাঁতারুদের মধ্যে ১৯জন প্রতিবন্ধী সাঁতারু রয়েছেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here