স্পোর্টস ডেস্ক:: ক্রীড়া বিশ্বে জনপ্রিয় তারকা বিরাট কোহলি। ইনস্টাগ্রামে তার এক পোস্টেই আয় হয় ১৫ কোটি টাকার মতো। এমন খবর বেশ কিছু দিন ধরেই চলছে। হওয়ার কথা। মেসি, রোনালদোর পরেই ইনস্টগ্রামে কোহলির অবস্থান। ২৫ কোটিরও বেশি মানুষ তাকে ফলো করছেন। ছোট ছোট অনেক দেশের মোট জনসংখ্যার চেয়েও বেশি কোহলির ভক্ত।
স্বাভাবিক ভাবেই ইনস্টগ্রাম পোস্টে কোহলির আয় অনেক বেশি হয়। কারণা অনেক প্রতিষ্ঠানই চায় কোহলির ইনস্টগ্রামে পোস্ট করিয়ে নিজেদের প্রচারণা করে নিতে। সামাজিক যোগাযোগের এই মাধ্যমে কোহলিও বেশ সক্রিয়। ইনস্টাগ্রাম থেকে সর্বোচ্চ আয় করা ব্যক্তিত্বদের তালিকা প্রকাশ করে থাকে ইনস্টাগ্রাম শিডিউলিং টুল হপার এইচকিউ।
বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যে হপার এইচকিউ দাবি করেছে, এশীয়দের মধ্যে ইনস্টগ্রাম থেকে সবচেয়ে বেশি আয় করেন কোহলি। প্রতিটি পৃষ্ঠপোষক পোস্ট থেকে ভারতীয় ব্যাটিং জিনিয়াসের আয় নাকি ১৩ লাখ ৮৪ হাজার ডলার (১৫ কোটি ১৪ লাখ টাকা)।
ইনস্টগ্রাম আয় থেকে কোহলির অবস্থান সারা বিশ্বের মধ্যে ১৪তম। ক্রীড়া জগতে মেসি, রোনালদোর পরেই তার অবস্থান। তবে কোহলি এবার অস্বীকার করেছেন এই তথ্য। জানিয়েছেন, যে পরিমাণ বলা হচ্ছে সে পরিমাণ আয় নেই তার। শনিবার সকালে টুইটারে কোহলি লিখেছেন, ‘জীবনে যা কিছু পেয়েছি, সেটার জন্য কৃতজ্ঞ ও ঋণী। তবে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে আমার আয়ের যে খবরগুলো ঘুরপাক খাচ্ছে, সেসব সত্যি নয়।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০