স্পোর্টস ডেস্কঃ দলবদল করলেন জেমস মিলনার। লিভারপুল ছেড়ে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নে নাম লেখালেন এই ফুটবলার। এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অভিজ্ঞ এই ইংলিশ মিডফিল্ডার। বুধবার এক বিবৃতিতে এই বিষয়টি নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগের দুই ক্লাব।
প্রিমিয়ার লিগে নিয়মিত মুখ মিলনার। এখন পর্যন্ত ৬১৯ ম্যাচ খেলেছেন তিনি। এবার নতুন মৌসুমে আরেক ইংলিশ ক্লাবে নাম লেখালেন তিনি। ব্রাইটন সবশেষ মৌসুম পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে থেকে শেষ করেছে। জায়গা করে নিয়েছে ইউরোপিয়ান প্রতিযোগিতায়। যা নিজেদের ক্লাব ইতিহাসে প্রথম।
লিভারপুলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩২ ম্যাচ খেলেছেন মিলনার। জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও লিগ কাপ। লিডস ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগ শুরু করা এই তারকা ৬১৯ ম্যাচ খেলেছেন ইতোমধ্যে। যা প্রিমিয়ার লিগের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ।
প্রিমিয়ার লিগে মিলনারের চেয়ে বেশি ম্যাচ খেলেছেন কেবল গ্যারেথ ব্যারি (৬৫২) ও রায়ন গিগস (৬৩২)। নতুন মৌসুমে ব্রাইটনের হয়ে আর ১৩ ম্যাচ খেললে মিলনার ছুঁয়ে ফেলবেন গিগসের রেকর্ড। দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলা ফুটবলারের ইতিহাসে নাম লেখাতে ১৩ ম্যাচ দূরে তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post