স্পোর্টস ডেস্কঃ আগামী ২৭ জুন থেকে শুরু হবে টেনিসের ঐতিহ্যবাহী টুর্নামেন্ট উইম্বলডন। চলবে ১০ জুলাই পর্যন্ত। আসন্ন এই গ্র্যান্ড স্লাম দিয়ে প্রতিযোগিতামূলক টেনিসে ফিরছে সেরেনা উইলিয়ামস। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন মার্কিন এই টেনিস তারকা।
উইম্বলডনে এককভাবে সাতটি শিরোপা জিতেছেন সেরেনা। তবে সন্তান জন্ম দেয়ার পর ২০১৮ এবং ২০১৯ সালের ফাইনাল খেলেছিলেন তিনি। এবারের আসরের আগে দীর্ঘদিনের ইনজুরির কারণে র্যাংকিং থেকে পেছনে পড়ে গেছেন ৪০ বছর বয়সী সেরেনা। তাই এখন ওয়াইল্ড কার্ডের প্রয়োজন আছে তার।
একক এবং ডাবলসের জন্য ওয়াইল্ড কার্ডের প্রাথমিক ব্যাচ বুধবার ঘোষণা করা হবে। গত বছ এই উম্বলডনেই ইনজুরিতে পড়েছিলেন ২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালিক সেরেনা। ইনজুরির কারণে প্রথম রাউন্ড থেকেই মিশন শেষ করতে হয় তাকে।