স্পোর্টস ডেস্ক:: ভারতের জন্যই পাকিস্তান থেকে দুই হাজার কিলোমিটার পথ উড়ে দুবাইয়ে যেতে হলো দূই দলকে। এক দলকে শেষ পর্যন্ত কোনো কাজ ছাড়াই ফিরতে হবে পাকিস্তানে। আর একটি দল থাকবে দুবাইয়ে। ভারতের বাড়তি সুবিধার জন্যই দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়াকে বাড়তি এই কষ্ট করতে হচ্ছে।
ভারতের বিপক্ষে কারা খেলবেন সেমিফাইনাল? এই প্রশ্নের উত্তল মেলেনি, তাই আইসিসি দক্ষিণ আফ্রিক ও অস্ট্রেলিয়া দুই দলকেই প্রস্তুতু রেখেছে। পাকিস্তানকে উড়িয়ে নিয়েছে দুবাইয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফির ‘বি’ গ্রুপের দুই সেমিফাইনালিস্ট হলো দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। পাঁচ পয়েন্ট নিয়ে সাউথ আফ্রিকা, চার পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে অস্ট্রেলিয়া।
আইসিসির নিয়ম অনুযায়ী সেমিফাইনালে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়নের মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের রানার্সআপ, আর ‘এ’ গ্রুপের রানার্সআপের সঙ্গে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন। ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন-রানার্সআপ মিলেছে। ‘এ’ গ্রুপের হিসেব-নিকাশ এখনো শেষ হয়নি। আজ ভারত ও নিউজিল্যান্ডের ম্যাচ শেষেই মিলবে ‘এ’ গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ। দুই ম্যাচটিতে যারা জিতবে তারা চ্যাম্পিয়ন হবে।
ভারত গ্রুপ চ্যাম্পিয়ন নাকি রানার্সআপ সেটি এখনো নিশ্চিত হয়নি। তাই ‘বি’ গ্রুপের কারা হবেন তাদের প্রতিপক্ষ সেটিও নিশ্চয় নয়। সেই কারণেই ‘বি’ গ্রুপের দুই দলকেই উড়িয়ে নেওয়া হয়েছে পাকিস্তানে। কারণ ভারতের সেমিফাইনাল ম্যাচটি দুবাইতেই হবে। ভারত যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় তাহলে তাদের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের রানার্সআপ অস্ট্রেলিয়া। আর ভারত যদি ‘এ’ গ্রুপের গ্রুপ রানার্সআপ হয় তা হলে সেমিতে তাদের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন সাউথ আ্ফ্রিকা।
ভারত-নিউজিল্যান্ড ম্যাচ শেষে বুঝা যাবে দলটি গ্রুপ চ্যাম্পিয়ন নাকি রানার্সআপ। তখন সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে তাদের প্রতিপক্ষ হবে যে দল তারা থাকবে দুবাইতে। অন্য দল আবার পাকিস্তানে ফিরে যাবে অন্য সেমিফাইনাল খেলতে। তাদের প্রতিপক্ষ হবে ‘এ’ গ্রুপের অন্য দলটি।
ভারতের সেমিফাইনাল ম্যাচটি হবে ৪ মার্চ। অর্থাৎ, ভারত-নিউজিল্যান্ড ম্যাচের পর মাঝে বিরতি মাত্র এক দিন। এই সেমিফাইনালের আগে একদিন বিরতি থাকায় আগেই আইসিসি অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকাকে দুবাইয়ে এনেছে। কারণ ভারত-নিউজিল্যান্ড ম্যাচ শেষে মাত্র এক সেশনের অনুশীলনের সুযোগ পাবে সেমিফাইনালিস্ট দল। সেক্ষেত্রে পাকিস্তান থেকে গিয়ে দুবাইতে সেমিফাইনাল খেলা কঠিন হয়ে যাবে। আইসিসি তাই দুই দলকেই উড়িয়ে এনেছে দুবাইয়ে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০