স্পোর্টস ডেস্কঃ ৩২ বছর পর অলিম্পিকসের ফুটবল ডিসিপ্লিনের পুরুষ বিভাগে সোনা জিতল স্পেন। গত রাতে স্প্যানিশরা স্বাগতিক ফ্রান্সকে ৫-৩ গোলে হারিয়েছে। এই নিয়ে দ্বিতীয়বারের মতো অলিম্পিকসের ছেলেদের ফুটবলে সোনা জিতল স্পেন। প্রথমবার জিতেছিল ১৯৯২ সালে। ২০২০ আসরসহ তিনবার ফাইনালে হেরে রূপা নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদের।
এক মাসের কম সময়ের মধ্যে দুটি বড় সাফল্য পেল স্পেন। গত মাসে তারা ঘরে তোলে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা। অলিম্পিকে অবশ্য অংশ নেয় অনূর্ধ্ব-২৩ দল, বেশি বয়সী তিন জন খেলার সুযোগ পান। ফাইনালের প্রথমার্ধে স্পেনের হয়ে জোড়া গোল করেন বার্সেলোনার ২১ বছর বয়সী মিডফিল্ডার ফের্মিন লোপেজ। অতিরিক্ত সময়ের দুটি গোলই করেন সের্হিও কামেয়ো।
৬ ম্যাচে আসরের দ্বিতীয় সর্বোচ্চ ৬ গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট করে দলের সাফল্যে অগ্রণী ভূমিকা রাখেন লোপেজ। তাই এবারের অলিম্পিকটা স্প্যানিশ এই তারকা জন্য অন্যরকম। ইউরো জিতে আসার পর অলিম্পিক পদকও জিতলেন। মাত্র ২১ বছর বয়সেই দারুণ এই অর্জন নিয়ে লোপেজ বলেছেন, ‘আমরা দারুণ একটি টুর্নামেন্ট খেলেছি। এটা আমাদের প্রাপ্য ছিল এবং আমি দল নিয়ে দারুণ গর্বিত। যে অভিজ্ঞতা আমি লাভ করেছি, তা সত্যিই আনন্দদায়ক।’