স্পোর্টস ডেস্কঃ লা লিগায় ছোট দলের সঙ্গে পয়েন্ট হারিয়ে লড়াইয়ে পিছিয়ে পড়েছে বার্সা। গত রাউন্ডে গ্রানাডার বিপক্ষে ২-২ গোলে ড্র করে আবারও পয়েন্ট হারিয়েছে জাভি হার্নান্দেজের দল। এর আগে মায়োর্কার বিপক্ষে ড্র করে পয়েন্ট খুইয়েছিল তারা। এই ড্রয়ের ফলে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে আরও পিছিয়ে গেল বার্সা। ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে রিয়াল।
আন্তর্জাতিক বিরতির পর লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ আছে বার্সার। লা লিগায় মৌসুমের প্রথম এল ক্লাসিকোর আগে অবশ্য দুঃসংবাদ শুনল কাতালান ক্লাবটি। চোটে লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন ডিফেন্ডার জুলেস কুন্দে। এক বিবৃতিতে সোমবার ফ্রেঞ্চ এই ফুটবলারের ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাবটি। জানা গেছে অন্তত এক মাস মাঠের বাইরে থাকতে হবে কুন্দেকে।
অ্যাঙ্কেলের চোটে গত সপ্তাহে মাঠের বাইরে ছিটকে যান স্ট্রাইকার রবার্ত লেভানডফস্কি। আগামী ২৮ অক্টোবর লিগে এল ক্লাসিকোয় পোলিশ তারকাকে পাওয়া নিয়েও রয়েছে অনিশ্চয়তা। এছাড়া চোটে বাইরে আছেন দুই মিডফিল্ডার পেদ্রি, ফ্রেংকি ডি ইয়ং ও ফরোয়ার্ড রাফিনহা। পেদ্রি ও রাফিনিয়া ক্লাসিকোর আগে ফিরতে পারেন। তবে ওই ম্যাচের আগে ডি ইয়ংয়ের ফেরার সম্ভাবনা ক্ষীণ।
৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তিন নম্বরে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে জিরোনা দুইয়ে, ২৪ পয়েন্ট নিয়ে রিয়াল শীর্ষে আছে। আপাতত আন্তর্জাতিক বিরতিতে যাবেন ফুটবলাররা। অক্টোবরে ২০২৬ বিশ্বকাপ বাছাই ও ২০২৪ বাছাইয়ে খেলবেন তারা। বিরতি শেষে লিগে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে খেলবে বার্সা। এরপর মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় মাঠে নামবে তারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post