নিজস্ব প্রতিবেদক: ঢকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দুর্দান্ত খেলেছেন সিলেটের তরুণ ক্রিকেটার ইমতিয়াজ হোসেন তান্না। প্রিমিয়ার লিগের এ মৌসুমে ছিলেন সেরা ব্যাটসম্যানদের একজন। প্রায় ছয় শতাধিক রান করেছেন তান্না।
ঢাকা প্রিমিয়ার লিগে দু’টি সেঞ্চুরি, তিনটি হাফ সেঞ্চুরির কল্যাণে ৫শ ৯০ রানের বেশি করেছেন। কিন্তুু তার কপালে জুটেনি বিপিএলে কোন দল।
তান্না প্রথম শ্রেণীর ক্রিকেটে ১১৬ ম্যাচে করেছেন ৫৭৯০ রান, সর্বোচ্চ ১৫৪ রানের ইনিংস আছে তার। আর লিস্ট এ ক্রিকেটের ১০৫ ম্যাচে করেছেন ২৫৪৬ রান। সর্বোচ্চ ইনিংস ১২৪ রান।
প্রিমিয়ার লিগে কঠীন চাপে পড়েও দমে যাননি। প্রিয় বাবাকে হাসপাতালে রেখে মাঠে লড়াই করেছেন ব্যাট নিয়ে। শাসন করেছেন প্রতিপক্ষের বোলারদের। আম্পায়ারদের বৈরীতার শিকারও হয়েছেন। তবুও থেমেনি তার ব্যাট। দুর্দান্ত খেলেছেন চলতি বছর অনুষ্টিত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে।
পুরো মৌসুম জুড়ে দুর্দান্ত খেললেও বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের কোন ফ্র্যাঞ্চাইজিতে সুযোগ হয়নি তার। তাকে উপেক্ষা করেছে সবগুলো ফ্র্যাঞ্চাইজিগুলো।
অথচ বিপিএলে দলগুলোর খেলোয়াড়দের তালিকা দেখলে চোখে পড়বে তান্নার মত অনেকেই খেলছেন। আবার তান্নার চেয়ে পারফর্মে পিছিয়ে এমনও অনেক খেলোয়াড় আছেন।
দুর্দান্ত খেলা তান্নার পারফরম্যান্স বিবেচনাই এলো না বিপিএলে অংশ গ্রহণকারী দলগুলোর। তান্নার মত অনেকেই বিপিএলে সুযোগ পেলেও অজানা কারণে বারবার ‘অবহেলিত’ থাকতে হচ্ছে প্রিমিয়ার লিগের এই পারফর্মারকে।
প্রিমিয়ার লিগে সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি সবই এসেছেন তান্নার ব্যাট থেকে। নিজ ক্লাব প্রাইম দোলেশ্বর স্পোটিং ক্লাবের হয়ে খেলেছেন সবগুলো ম্যাচ। করেছেন প্রায় ছয় শতাধিক রান।
লিগের এক মৌসুমেই করেছেন দু’টি সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি করেছেন তিনটি। নব্বইয়ের ঘরে গিয়ে আউট হয়েছেন একবার। এমন দারুণ পারফর্মের পরও বিপিএলে দর্শকই হয়েই থাকতে হচ্ছে তাকে।
প্রিমিয়ার লিগের সেরা একজন ব্যাটসম্যান তিনি। লিগ চলকালে জাতীয় দলের ব্যাটসম্যানদের সাথে লড়াই করে বেশ কয়েকবার হয়ে ছিলেন লিগের সেরা ব্যাটসম্যান। কিন্তুু এত পারফর্মের পর থাকলেন উপেক্ষিত।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০