স্পোর্টস ডেস্কঃ হ্যারি কেইনের অসাধারণ পারফরম্যান্সের দিনে গোল উৎসব করল উঠল বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে দিনামো জাগরেবকে গোলবন্যায় ভাসিয়েছে বাভারিয়ানরা। মঙ্গলবার রাতে হ্যারি কেইনের হ্যাটট্রিকে তাদের জয় ৯-২ গোলে।
প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ৯ গোল করার কীর্তি গড়ল বায়ার্ন। এদিকে ৪ গোল করে একাধিক রেকর্ডে নাম লিখিয়েছেন কেইন। দিনামোর জালে দ্বিতীয় গোলটি করেই ইংলিশ ফুটবলারদের মধ্যে ইউরোপিয়ান কাপ বা চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন তিনি। এই প্রতিযোগিতায় এখন তার মোট গোল ৩৩টি, ৪৫ ম্যাচে। ৩০ গোল নিয়ে এতদিন রেকর্ডটি ছিল সাবেক তারকা স্ট্রাইকার ওয়েইন রুনির।
ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ক্যারিয়ারে ২৪তম হ্যাটট্রিক করলেন কেইন। চ্যাম্পিয়ন্স লিগের কোনো ম্যাচে প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে ৪ গোল করলেন তিনি। এদিকে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ইংলিশ খেলোয়াড় হিসেবে দেশের বাইরের কোনো ক্লাবের হয়ে ম্যাচে হ্যাটট্রিক বা তার বেশি গোল করলেন এই ফরোয়ার্ড। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগ বা ইউরোপিয়ান কাপে এই প্রথম কেউ কেবল পেনাল্টি থেকেই হ্যাটট্রিক করলেন তিনি। আর বায়ার্নের হয়ে ৫০তম ম্যাচে এসে ৫০তম, ৫১তম, ৫২তম ও ৫৩তম গোল করলেন কেইন।