স্পোর্টস ডেস্কঃ আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ৭২ রানে জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। ডাম্বুলায় সোমবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে ১৮৭ রান করে লঙ্কানরা। রান তাড়ায় ১১৫ রানে গুটিয়ে গেছে আফগানিস্তান।
শ্রীলঙ্কার জয়ের নায়ক নিঃসন্দেহে অ্যাঞ্জেলো ম্যাথিউস। ৪ ছক্কা ও ২ চারে ২২ বলে ৪২ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। পরে মিডিয়াম পেসে দুই ওভারে স্রেফ ৯ রান দিয়ে ফেরান প্রতিপক্ষের দুই ওপেনারকে। এমন পারফরম্যান্সের পর ম্যাচ সেরার অভিজ্ঞ এই অলরাউন্ডারই।
সাদিরা সামারাবিক্রমা ৪২ বলে ৫ চারে করেন ৫১ রান। আর ম্যাথিউস অপরাজিত থাকেন ২২ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪২ রানে। তাতে ১২১ রানে পাঁচ উইকেট হারানো শ্রীলঙ্কার সংগ্রহ ১৮৭ পর্যন্ত যায়। এর বাইরে পাথুম নিসাঙ্কা ২৫, কুসল মেন্ডিস ২৩ ও হাসারাঙ্গা করেন ২২ রান। আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই ও মোহাম্মদ নবী ২টি করে উইকেট নেন।
জবাবে ১৭ ওভারে মাত্র ১১৫ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। করিম জানাত ২৩ বলে ২ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ২৮ রান করেন। মোহাম্মদ নবী ১৭ বলে ১ চার ও ১ ছক্কায় খেলেন ২৭ রানের ইনিংস। এছাড়া রহমানুল্লাহ গুরবাজ ১২ ও ইব্রাহিম জাদরান ১০ রান করেন। ৩১ রানেই পাঁচ উইকেট হারানোর পর নবী ও জানাত মিলে কিছুটা লড়াই করেছিলেন। এই দুইজন আউট হওয়ার পর ১১৫ রানের বেশি দূর যেতে পারেনি আফগানরা। বল হাতে শ্রীলঙ্কার ম্যাথিউস, বিনুরা ফার্নান্দো, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাথিশা পাথিরানা ২টি করে উইকেট নেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post