এক ম্যাচে ৪ গোল সালাহর

0
274

স্পোর্টস ডেস্কঃ ২০২৬ বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে মোহাম্মদ সালাহর ৪ গোলে জিবুতিকে ৬-০ ব্যবধানে হারিয়েছে মিশর। কায়রো আন্তর্জাতিক স্টেডিয়ামে লিভারপুল ফরোয়ার্ড ১৭তম মিনিটে তার ডান পায়ে গোলের সূচনা করেন। পাঁচ মিনিট পর পেনাল্টি কিক থেকে দলের লিড দ্বিগুণ করেন তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই হ্যাটট্রিক পূর্ণ করেন সালাহ। ৪৮ ও ৬৯ মিনিটে মিশরের পরের দুটি গোলও করেন তিনি। এরপর ৭৩ মিনিটে মোস্তফা মোহাম্মদ ও ৮৯ মিনিটে ত্রেজেগের গোলে ৬-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে মিসর। সালাহ এখন বিশ্বকাপ বাছাইপর্বে মিশরের সর্বকালের শীর্ষ স্কোরার, ১৫ গোল তাঁর নামের পাশে।

সালাহ মিশরের হয়ে ৯৪টি খেলায় ৫৫টি গোল করেছেন। সাবেক স্ট্রাইকার হোসাম হাসান মিশরের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় সালাহর চেয়ে এগিয়ে থাকা একমাত্র খেলোয়াড়। হাসান ১৯৮৫ থেকে ২০০৬ সালের মধ্যে ১৭৬ ম্যাচে ৬৮ গোল করেছিলেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here