নিজস্ব প্রতিবেদকঃ তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচেই আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করতে চায় বাংলাদেশ। সোমবার দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। এর আগে সিরিজের প্রথম ম্যাচে হেসেখেলেই জয় তুলে নেয় তামিম ইকবালের দল। এবার দ্বিতীয় ম্যাচ জিতে আইরিশদের বিপক্ষে সিরিজ ঘরে নিতে চায় স্বাগতিকরা।
প্রথম ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৮ উইকেটে ৩৩৮ রান তুলে বাংলাদেশ। নিজেদের ওয়ানডে ইতিহাসে এটিই সর্বোচ্চ দলীয় রান টাইগারদের। জবাবে মাত্র ১৫৫ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। ১৮৩ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে নেয় তামিম-সাকিবরা। রান বিবেচনায় এটিই সবচেয়ে বড় ব্যবধানে জয় বাংলাদেশের।
অন্যদিকে প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে লজ্জাজনক হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুড়ে দাঁড়ানোর লক্ষ্য আয়ারল্যান্ডের। দ্বিতীয় ওয়ানডে আইরিশদের জন্য ‘ডু অর ডাই’ ম্যাচে রূপ নিয়েছে। দলের প্রধান কোচ হেনরিখ মালান বলেন, ‘আমরা বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়েছি। এই সিরিজও তেমন সুযোগ হিসেবে দেখছি। এখানে আসা, আলাদা কন্ডিশন, এমন একটা দলের বিপক্ষে খেলছি, যারা মাত্রই বিশ্বচ্যাম্পিয়ন দলকে হারিয়েছে- এসব দেখায় আমাদের সামনে কারা আছে।’
২০০৮ সালে তিন ম্যাচের সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইওয়াশ করেছিল বাংলাদেশ। ২০১০ সালে আয়ারল্যান্ডের মাটিতে তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছিল। সব মিলিয়ে এখন পর্যন্ত ১১টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এর মধ্যে বাংলাদেশের জয় আটটিতে, আয়ারল্যান্ডের জয় দুটিতে। সাম্প্রতিক ফর্ম এবং শক্তি বিচারে এক ম্যাচ বাকি রেখে সিরিজ জয় নিশ্চিতের পথেই আছে তামিমের দলে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০