স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগে উড়তে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড হোঁচট খেল ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে। বুধবার রাতে অতিরিক্ত সময়ের গোলে জয়বঞ্চিত হয়ে রেড ডেভিলরা হারিয়েছে পয়েন্ট টেবিলের দুইয়ে ওঠার সুবর্ণ সুযোগ।
প্যালেসের মাঠে লিগ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে সমতা টানেন মাইকেল ওলিস। ১৯ ম্যাচে ১২ জয় ও ৩ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে তিনে আছে ইউনাইটেড। এক ম্যাচ কম খেলে সমান ৩৯ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দুইয়ে ম্যানচেস্টার সিটি।
প্যালেসের মাঠে ৫৩ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ইউনাইটেড। ক্রিস্টিয়ান এরিকসেনের পাস থেকে গোল করেন পর্তুগিজ তারকা। ম্যাচের নির্ধারিত সময়েও এই গোল শোধ করতে পারেনি ক্রিস্টাল প্যালেস। চার মিনিট যোগ করা সময়ের প্রথম মিনিটে ৩০ গজ দূর থেকে দুর্দান্ত ফ্রি-কিকে সমতা ফেরান প্যালেসের ওলিস। বল ক্রসবারের নিচের দিকে লেগে জালে জড়ায়।
ম্যাচ হারের সাথে ইউনাইটেডের জন্য আরও একটি দুঃসংবাদ হলো, আগামী রোববার প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলে শীর্ষ দল আর্সেনালের বিপক্ষে কাসেমিরোকে পাবে না। বুধবার রাতের ম্যাচে মৌসুমের পঞ্চম হলুদ কার্ড দেখেছেন ব্রাজিলিয়ান এই ডিফেন্সিভ মিডফিল্ডার। নিষেধাজ্ঞার কারণে আর্সেনালের বিপক্ষে ম্যাচটি খেলতে পারবেন না।
Discussion about this post