স্পোর্টস ডেস্ক: ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে চলতি বছর আম্পায়ারদের সাথে বাজে আচরণের কারণে ঘরোয়া ক্রিকেটে এক ম্যাচ নিষিদ্ধ করা হয় তামিমকে। প্রিমিয়ার লিগের পর তামিম ইকবাল ঘরোয়া ক্রিকেটে আর কোন ম্যাচ খেলেননি।
আবাহনীর হয়ে প্রিমিয়ার লিগ খেলা তামিম লিগের আর কোন ম্যাচ খেলেননি যে নিষিদ্ধের সিদ্ধান্তটা তখন কার্যকর হবে। এরপর জাতীয় লিগেও তিনি খেলেননি কোন ম্যাচ। জাতীয় লিগের খেলোয়াড় তালিকায় ছিল না তার নাম।
কিন্তুু তামিমের নিষেধাজ্ঞাটা বহাল থাকেই। এরই মধ্যা আজ শনিবার তামিম ইকবাল বিপিএল খেরতে নামবেন। ঘরোয়া ক্রিকেটের এই জমজমাট আসরই হচ্ছে তার পরবর্তী ম্যাচ। নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়ার পর এই প্রথম ঘরোয়া কেনা আসরে খেলছেন তামিম। ফলে এখানে এক ম্যাচ তার নিষিদ্ধ থাকার কথা।
তবে সেটি হচ্ছে না। আজ বিপিএলে নিজ দল চিটাগাংয়ের হয়েই খেলবেন তামিম ইকবাল।
গেল ঢাকা প্রিমিয়ার লিগে মাঠের মধ্যেই আম্পায়ারদের সাথে অসদাচরণ করেন আবাহনী অধিনায়ক তামিম ইকবাল। ব্যাপারটি নিয়ে আলোচনায় বসে তামিম ইকবালকে এক ম্যাচ নিষিদ্ধ ও এক লাখ টাকা জরিমানা করে বিসিবি। ২২ জুন এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছিলো দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।
কিন্তু তামিমের নিষধাজ্ঞাটি বিপিএলে কার্যতকর হচ্ছে না। এ বিষয়ে বিসিবির ব্যাখাটা অন্যরকম। বোর্ড জানিয়েছে এটা ফ্র্যাঞ্চাইজিভিত্তিক আসর। তাই এখানে তামিমের নিষেধাজ্ঞার বিষয়টি কার্যেকর হবে না। ঘরোয়া অন্য কোনো আসরে তামিমের নিষেধাজ্ঞার বিষয়টি কার্যিকর করানো হবে।
যদিও বিষয়টি পুরোপুরিভাবে পরিস্কার করা হয়নি। কারণ বিপিএল ঘরোয়া ক্রিকেটের বাইরের কিছু নয়। বিদেশি অনেক তারকা ক্রিকেটার এই আসরে অংশ নিলেও বিপিএলকেই ঘরোয়া টুর্নামেন্ট হিসেবেই ধরা হয়। কিন্তু তামিম ইকবালের বেলায় অন্য হিসাব করা হচ্ছে। এক ম্যাচের নিষেধাজ্ঞা থাকার পরও তামিমকে বিপিএলে খেলার সুযোগ দেয়া হচ্ছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০