এক ম্যাচ নিষিদ্ধ নেইমার

0
229

স্পোর্টস ডেস্কঃ লিগ ওয়ানে বুধবার রাতে স্ত্রাসবুর্গের বিপক্ষের ম্যাচটি সুখকর হয়নি নেইমারের। বিশ্বকাপ বিরতি শেষে ক্লাবে ফিরে প্রথম ম্যাচেই দেখলেন লাল কার্ড। গতরাতের এই ম্যাচের দ্বিতীয়ার্ধে ২ মিনিটেরও কম সময়ের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। যা ছিল ২০১৭ সালে বিশ্বরেকর্ড ২৩৬ মিলিয়ন ডলারে পিএসজিতে যোগ দেওয়ার পর তার পঞ্চম লাল কার্ড।

রোববার টেবিলে দ্বিতীয় দল লাঁসের বিপক্ষে খেলতে পারবেন না নেইমার। এদিকে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী লিওনেল মেসি এখনো পিএসজিতে ফেরেননি। খেলেন নি স্ত্রাসবুর্গের বিপক্ষে। পিএসজির কোচ জানিয়েছেন, ছুটি কাটিয়ে ২ জানুয়ারি নাগাদ দলের অনুশীলন ক্যাম্পে যোগ দিতে পারেন তিনি। অর্থাৎ ২ জানুয়ারির লিগ ম্যাচও খেলা হবে না কাতার বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী মেসির। পিএসজি কোচের ইঙ্গিত অনুযায়ী, ১২ জানুয়ারির ম্যাচেও অনিশ্চিত আর্জেন্টাইন তারকা।

স্ত্রাসবুর্গের বিপক্ষে ঘরের মাঠে ২-১ গোলে জিতেছে পিএসজি। প্রথমার্ধে দলকে এগিয়ে নেন অধিনায়ক মার্কিনিয়োস। দ্বিতীয়ার্ধে তার আত্মঘাতী গোলেই সমতা ফেরে ম্যাচে। যোগ করা সময়ে কিলিয়ান এমবাপের গোলে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

১৬ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রইল পিএসজি। দ্বিতীয় লাঁসের সঙ্গে ৮ পয়েন্ট ব্যবধানে এগিয়ে পিএসজি। ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে লাঁস। আগামী রোববার নেইমারকে ছাড়াই এই প্রতিপক্ষের বিপক্ষে খেলবে প্যারিসের দলটি। নিষেধাজ্ঞার কারণে ম্যাচটিতে খেলা হবে না এই ব্রাজিলিয়ান তারকার।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here