স্পোর্টস ডেস্কঃ কোপা আমেরিকার গ্রুপ পর্বে উরুগুয়ের পানামা ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচে মাঠে দেরি করে ফিরেছেন মার্সেলো বিয়েলসা। বলিভিয়ার বিপক্ষে ৫-০ গোলে জয়ের ম্যাচে বিরতির পর মাঠে ফিরেছেন বেঁধে দেওয়া সময়ের চেয়ে ৯০ সেকেন্ড দেরিতে। তাই এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি।
কোপা আমেরিকার আয়োজক কমিটি বিয়েসলাকে এক ম্যাচ নিষিদ্ধ করেছে। আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৭টায় ‘সি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে উরুগুয়ে। এ ম্যাচে উরুগুয়ের ডাগআউটে দেখা যাবে না বিয়েলসাকে। তাঁর জায়গা নেবেন সহকারী কোচ পাবলো কুইরোগা। ছয় পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে উরুগুয়ে। গোল পার্থক্যে অনেক এগিয়ে থাকায় বড় ধরনের বিপর্যয় না হলে তাদের সেরা আটে থাকা প্রায় নিশ্চিত। ড্রয়ের নিরাপদ পথে না হেঁটে ‘নিজেদের শেষ ম্যাচ’ হিসেবে খেলতে চাওয়ার কথা বললেন রেয়েস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post