স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয় দিয়ে শুরু করেছিল অস্ট্রেলিয়া। অ্যারন ফিঞ্চের জায়গায় এই ফরম্যাটে অজিদের নতুন নেতা করা হয় প্যাট কামিন্স। এই পেসারের নেতৃত্বে ইংলিশদের বিপক্ষে জয় দিয়ে শুরু হয় ওয়ানডে সিরিজ। তবে এক ম্যাচ না যেতেই বিশ্রামে চলে গেলেন কামিন্স। তাই শনিবার অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করছেন আরেক পেসার জস হ্যাজেলউড।
গত বৃহস্পতিবার কামিন্সের নেতৃত্বে বড় জয় পায় অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৮৭ রান তুলে ইংল্যান্ড। রান তাড়ায় অস্ট্রেলিয়াকে জয়ের ভিত গড়ে দেন ওয়ার্নার ও হেড। উদ্বোধনী জুটিতে দুইজন দলকে এনে দেন ১১৮ বলে ১৪৭ রান। শেষ পর্যন্ত ৬ উইকেটে জয় পায় স্বাগতিকরা।
শনিবার হ্যাজেলউডের নেতৃত্বে টস জিতে আগে ব্যাট করছে অস্ট্রেলিয়া। এদিকে ইংলিশ অধিনায়ক জস বাটলারও খেলছেন না এই ম্যাচে। প্রথম ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া এই উইকেটকিপার ব্যাটার শনিবার আছেন বিশ্রামে। ফলে ইংলিশদের অধিনায়কের দায়িত্ব সামলাচ্ছেন মঈন আলী।
ইংল্যান্ড একাদশ: জেসন রয়, ফিলিপ সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, স্যাম বিলিংস, মঈন আলী, ক্রিস ওকস, স্যাম কারান, লিয়াম ডসন, ডেভিড উইলি ও আদিল রশিদ।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, স্টিভেন স্মিথ, মারনাস লাবুসচেন, অ্যালেক্স কেরি, মিচেল মার্শ, মার্কাস স্টয়নিস, অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জস হ্যাজেলউড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০