স্পোর্টস ডেস্ক:: আগের ম্যাচেই বিশ্বরেকর্ড করেছিলো পাকিস্তান। দুর্দান্ত জয়ে সিরিজ সমতায় আনার পর এবার বড় হারও দেখলো বাবর আজমের দল। সফরকারী ইংল্যান্ড সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে ৬৩ রানের বড় জয় পেয়েছে। সাত ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেলো মঈন আলীরা।
সিরিজের প্রথম ম্যাচ জিতে লিড নিয়েছিলো ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচ পাকিস্তান জিতেছিলো বিশ্বরেকর্ড করে। ইংলিশদের দেওয়া ২০০ রানের টার্গেট কোনো উইকেট না হারিয়েই জয়ের রেকর্ড করে ছিলেন বাবর আজমরা। আগের ম্যাচে বড় জয়ের পর সিরিজের তৃতীয় ম্যাচে ৬৩ রানের বড় হার সঙ্গী হলো পাকিস্তানের।
টস হেরে ব্যাট করতে নামা ইংল্যান্ড চতুর্থ উইকেটে হ্যারি ব্রুকস ও বেন ডকেটের ১৩৯ রানের জুটিতে মাত্র তিন উইকেট হারিয়ে ২২১ রানের বড় সংগ্রহ পেয়ে যায়। ইনিংসের তৃতীয় ওভারে উইকেট হারানো শুরু করলেও ইংলিশ ব্যাটাররা নবম ওভারের পর আর কোনো উইকেট হারাননি। নবম ওভারের তৃতীয় বলে তৃতীয় উইকেট হারায় সফরকারীরা।
তৃতীয় ওভারের প্রথম বলে পিল সল্টকে হারায় দলীয় ১৮ রানে। ৬ বলে ৮ রান করেন এই ওপেনার। দলীয় অর্ধশতকের পর সপ্তম ওভারের দ্বিতীয় বলে ডেভিড মালানকে হারায় সফরকারীরা। দলীয় ৬১ রানে ব্যক্তিগত ১৪ রানে তিনি ফিরেন সাজঘরে। নবম ওভারের তৃতীয় বলে দলীয় ৮২ রানে তৃতীয় উইকেটে ওপেনার উইল জেকস সাজঘরে ফিরেন ৪০ রান করে।
চতুর্থ উইকেটে পাক বোলারদের প্রতিরোধ গড়েন হ্যারি ব্রুকস ও বেন ডকেট। ১৩৯ রান যোগ করে তাদের জুটি। আট চার ও পাঁচ ছয়ে মাত্র ৩৫ বলে ৮১ রান করে অপরাজি থাকেন ব্রুকস। বেন ডকেট আট চার ও এক ছয়ে ৪২ বলে ৬৯ রান করে অপরাজিত থাকেন।
পাকিস্তানের হয়ে উসমান কাদির ২টি ও মোহাম্মদ হাসনাইন ১টি করে উইকেট লাভ করেন।
২২২ রানের টার্গেটে ব্যাট করতে নামা পাকিস্তান দলীয় ১৭ রানে বাবর আজমকে হারিয়ে শুরু করে উইকেট হারানো। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। এক প্রান্ত আগলে লড়াইয়ের চেষ্টা করেন শান মাহমুদ। তিন চার ও চার চয়ে মাত্র ৪০ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন খুশদিল শাহ। ২১ বলের ইনিংসে একটি চার ও দু’টি ছক্কা হাঁকান তিনি।
বড় কোনো জুটি পায়নি স্বাগতিকরা। ১৯ রান আসে নেওয়াজের ব্যাট থেকে। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ফিরেন ৮ রানে। আরেক ওপেনার রিজওয়ানও করেন ৮ রান। শান মাসুদ, মোহাম্মদ নেওযাজ ও খুশদিল শাহ ছাড়া অন্য কোনো ব্যাটার পেরুতে পারেননি এক অঙ্কের কোটা। শেষ পর্যন্ত তাই পাকিস্তানকে থেমে যেতে হয় ৮ উইকেটে ১৫৮ রানে।
ইংল্যান্ডের হয়ে মার্কউড ৩টি ও আদিল রশীদ ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০