স্পোর্টস ডেস্কঃ তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ৩০ রানে হারিয়েছে উইন্ডিজ। রোববার রাতে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৭৯ রান তোলে স্বাগতিকরা। জবাব দিতে নামা দক্ষিণ আফ্রিকা ম্যাচে ছিল হেনড্রিকসের আউট পর্যন্তই।
ওপেনার রায়ান রিকেলটনের সঙ্গে ২৮ বলে ৬৩ রানের জুটি গড়া হেনড্রিকস করেন ১৮ বলে ৪৪ রান। এরপর যারা ব্যাট করতে নেমেছেন, সর্বোচ্চ ২৮ রান এসেছে ট্রিস্টান স্টাবসের ব্যাট থেকে। রোমারিও শেফার্ডের দ্বিতীয় শিকার হওয়ার আগে অধিনায়ক এইডেন মার্করাম করেন ৯ বলে ১৯ রান। শেষ দিকেও অবশ্য কিছুটা আশা ছিল প্রোটিয়াদের। সর্বশেষ ৪ ওভারে দরকার ছিল ৪২ রান, হাতে ছিল ৪ উইকেট। তবু পারে নি তারা।
উইন্ডিজের হয়ে ৩১ রান খরচায় তিন উইকেট নেন শামার জোসেফ। মাত্র ১৫ রান খরচায় তিন উইকেট নেন শেফার্ড। এ ছাড়া ২৫ রান খরচায় দুই উইকেট নেন আকিল হোসেইন। এর আগে ব্যাট করতে নেমে ক্যারিবিয়ানদের ভালো শুরু এনে দেন দুই ওপেনার অ্যালিক আথানজে ও শাই হোপ। পাওয়ার প্লের শেষ ওভারে দলীয় ৪১ রানে আথানজের আউটে ভাঙে উদ্বোধনী জুটি। ২১ বলে ২৮ রান করেন আথানজে। শাই হোপ ২২ বলে দুইটি চার ও চারটি ছক্কায় ৪১ রান করেন। এরপর দ্রুতই ফিরে যান রস্টন চেজ ও নিকোলাস পুরান। এরপর অধিনায়ক রভম্যান পাওয়েল ২২ বলে একটি চার ও তিন ছক্কায় ৩৫ রান করেন। শেরফানে রাদারফোর্ড ১৮ বলে তিনটি চার ও দুই ছক্কায় ২৯ রান করেন তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে উইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১৭৯ রান। তিন উইকেট শিকার করে প্রোটিয়াদের সেরা বোলার লিজার্ড উইলিয়ামস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০