নিজস্ব প্রতিবেদকঃ অবশেষে ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানকে দায়িত্ব দিল বিসিবি। আনুষ্ঠানিকভাবে শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে অধিনায়কের দায়িত্ব পালন করবেন সাকিবই। ওয়ানডে ফরম্যাটের বিশ্বকাপে এর আগে ২০১১ সালে অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন সাকিব। একেবারে তরুণ বয়সে সাকিবের নেতৃত্বে ঘরের মাঠে বিশ্বকাপে খেলেছিল টাইগাররা।
এক যুগ পর এখন অনেক পরিপক্ক সাকিবের নেতৃত্বে বিশ্বকাপে খেলার অপেক্ষায় বাংলাদেশ দল। ভারতে হতে যাওয়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ৩৬ বছর বয়সী সাকিবের নেতৃত্বে খেলবে টাইগাররা। শুধুমাত্র বিশ্বকাপে নয়, আসন্ন এশিয়া কাপেও সাকিবের নেতৃত্বে খেলবে বাংলাদেশ।
সবশেষ ২০১৭ সালে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে ওয়ানডেতে দায়িত্ব পালন করেছিলেন সাকিব। তবে পূর্ণ মেয়াদে ছিলেন ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত। সব মিলিয়ে ওয়ানডেতে ৫০টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। এর মধ্যে ২৩টি ম্যাচে জিতেছিল বাংলাদেশ। আর দল হেরেছিল ২৬টি ম্যাচে। এর বাইরে একটি ম্যাচে ফল হয়নি।
হুট করে অবসর, এরপর সেখান থেকে ফেরার পর গেল ৩ আগস্ট, বৃহস্পতিবার ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন তামিম ইকবাল। সেই জায়গাতেই স্থলাভিষিক্ত হলেন সাকিব আল হাসান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা