এক সঙ্গে তিন ফরম্যাট থেকে অবসর নেবেন সাকিব

    0
    1244

    স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান একই সঙ্গেই ক্রিকেটের তিন ফরম্যাট থেকে অবসর নেবেন। টেস্ট, ওয়ানডে ও টি-২০ থেকে একই দিনে অবসরের ঘোষণা দেবেন। আগামি ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির পরই এমন সিদ্ধান্ত নেবেন তিনি।

    ২০২৪ টি-২০ বিশ্বকাপ এবং পরের বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেই সাকিব জাতীয় দলকে বিদায় জানাবেন। টি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ অধিনায়ক সাকিব নিজের ভবিষ্যত নিয়ে এমন ভাবনার কথাই জানিয়েছেন।

    সাম্প্রতিক সময়ের আলোচিত বিশ্বকাপ দল গঠন, তামিমের বাদ পড়া এবং এশিয়া কাপ থেকে রিয়াদের বাদ পড়া নিয়েও কথা বলেছেন সাকিব। জানিয়েছেন, রিয়াদ বাদ পড়ার ইস্যুতে তার কোনো ভূমিকা ছিলো না। তামিমের বাদ পড়াতেও তিনি ছিলেন না।

    সাকিব শুধুই অধিনায়কত্ব করছেন, কাউকে বাদ দেওয়া বা দলে নেওয়ার মতো সিদ্ধান্ত নিচ্ছেন না জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিমের বক্তব্য এবং সাম্প্রতিককালের সব অভিযোগ অস্বীকার করে সাকিব জানিয়েছেন, এর কোনো কিছুর সাথেই তিনি জড়িত নন।

    এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here