স্পোর্টস ডেস্ক:: সময়ের ব্যবধান সপ্তাহ পেরুতে পারেনি। এক সপ্তাহেই দু’টি বিশ্বরেকর্ড গড়েছেন কেনিয়ার অ্যাথলেট ফেইথ কিপিগন। এমন দারুণ সাফল্যের পর প্রশংসায় ভাসছেন তিনি।
ডায়মন্ড লিগের ৫ হাজার মিটার এবং ১৫০০ মিটার দৌড়ে দ্রুততম সময়ে রেস শেষ করেছেন তিনি। দু’টিতেই গড়েছেন রেকর্ড। এক সপ্তাহে দুই বিশ্বরেকর্ডের পর তার বন্দনায় মেতেছেন ক্রীড়াবিদরা।
শুক্রবার ডায়মন্ড লিগে ৫ হাজার মিটারের দৌড়ে তিনি সেরা কিপিগন। কেনিয়ার এই অ্যাথলেট সময় নেন ১৪ মিনিট ৫.২০ সেকেন্ড। তার আগে ৫ হাজার মিটারের দৌড়ে সেরা ছিলেন ইথিওপিয়ার লেতেসেনবেট গিদে। তার সময় লেগেছিলো ১৪ মিনিট ৬.২ সেকেন্ড।
তার আগে ২ জুন মেয়েদের ১৫০০ মিটার দৌড় প্রতিযোগিতায়ও কিপিগন সেরা হন। ৩ মিনিট ৪৯ দশমিক ১১ সেকেন্ড দৌড় শেষ করেন তিনি। তাতে ভাঙেন ইথিওপিয়ার জেনজেবে দিবাবার রেকর্ড। ২০১৫ সালে ৩ মিনিট ৫০ দশমিক ০৭ সেকেন্ডে তিনি এই রেকর্ড নিজের করে রেখেছিলেন এতোদিন।
২ জুনের এক রেকর্ডের পর ৯ জুন আরেকটি রেকর্ড। এক সপ্তাহে দুই রেকর্ড গড়ে কিপিগন বেশ আলোচনা ছড়িয়েছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post