স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিশ্বস্ত একটি সূত্রের বরাতে আগেই জানা গিয়েছিল ১৫ নভেম্বর ঘোষিত তারিখ থেকে অন্ততপক্ষে এক সপ্তাহ পিছিয়ে যাচ্ছে বঙ্গবন্ধু কাপ টি-টোয়েন্টি। সেই তথ্যই আজ আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন বিসিবি।
বিসিবি প্রধান নির্বাহি নিজামউদ্দিন চৌধুরি সুজন জানিয়েছেন সপ্তাহ খানেক পিছিয়ে যাচ্ছে টি-টোয়েন্টি আসর। গণমাধ্যমের সাথে আলাপকালে আসর শুরুর সম্ভাব্য তারিখও জানিয়ে দিয়েছেন বিসিবির এই শীর্ষ কর্তা। এছাড়া স্পন্সর চেয়ে দেওয়া বিজ্ঞাপন থেকে আশানুরুপ সাড়া পাওয়ার কথাও বলেছেন।
নিজামউদ্দিন চৌধুরি বলেন, ‘আমাদের পরিকল্পনা করা আছে নভেম্বরের ২০ তারিখের আশেপাশের একটা সময়ে শুরু করব। ২০, ২১, ২২ এর মধ্যে যে কোন একটা সময় শুরু করব। আমি মনে করি আমরা পরিকল্পনা করেই এগোচ্ছি। মাঠ এবং অন্যান্য কিছু রয়েছে। সবকিছু বিবেচনায় নিয়েই এগোচ্ছি আমরা।’
স্পন্সর নিয়ে নিজামউদ্দিনের ভাষ্য, ‘আপনারা জানেন যে আমরা ইতোমধ্যে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ লিগের স্পন্সর চেয়ে বিজ্ঞাপন দিয়েছি এবং আমরা আশাবাদী যে শীঘ্রই বিষয়টাকে শেষ করে ফেলতে পারব। আশানুরূপ সাড়া পেয়েছি। সে ব্যাপারে আমরা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। খুব শীঘ্রই হয়তো আমাদের যারা আগ্রহী স্পন্সর আছেন তাদেরকে আমরা ভাগাভাগি করে দেব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা