নিজস্ব প্রতিবেদক: সিলেটে ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (ফুটবল বিপিএল)’র খেলা। আগামিকাল শুক্রবার উদ্বোধনী কনসার্ট।
সিলেটের মাঠে ফুটবলের বিপিএলের খেলা চলাকালীন জননিরাপত্তার জন্য সিলেটের গুরুত্বপূর্ণ স্টেডিয়াম মার্কেট বন্ধ থাকবে সাত দিন। ডাক্তারপাড়া হিসেবে খ্যাত সিলেটের স্টেডিয়াম মার্কেট বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়তে পারেন রোগীরা।
শুক্রবার থেকেই শুরু মার্কেট বন্ধ থাকা। এর মধ্যে খেলা না থাকায় শনিবার স্টেডিয়াম মার্কেট খোলা থাকবে।
শুক্রবার সন্ধ্যায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্টিত হবে বিপিএলে কনসার্ট। যেখানে গান গাইবেন শিল্পী মমতাজ, আইয়ুব বাচ্চুর মত তারকা শিল্পীরা। কনসার্ট ও উদ্বোধনী অনুষ্ঠানের শুক্রবার বন্ধ থাকবে স্টেডিয়াম পাড়া।
সিলেট মহানগর পুলিশ নিরাপত্তার স্বার্থেই এমন সিদ্ধান্ত নিয়েছে। এতে করে স্টেডিয়াম পাড়ার প্রায় দু’শতাধিক দোকানপাট বন্ধ থাকবে আগামি এক সপ্তাহ।
এছাড়া খেলার নির্ধারিত বন্ধ থাকবে স্টেডিয়াম মার্কেট। উদ্বোধনের জন্য ২৩ সেপ্টেম্বর, খেলার জন্য ২৫, ২৬, ২৭, ২৯, ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর এই সাত দিন বন্ধ থাকবে সব ধরণের দোকানপাট।
প্রিমিয়ার লিগে সিলেটের মাঠে লড়াই করবে ঢাকা আবাহনী, মোহামেডান, চট্টগ্রাম আবাহনী, শেখ জামাল, ব্রাদার্স ইউনিয়ন, ফেনী সকার, টিম বিজেএমসি, উত্তর বারিধারা, শেখ রাসেল ক্রীড়া চক্র, আরামবাগ ক্রীড়া সংঘ, মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র ও রহমতগঞ্জ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০