নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম টেস্টে ৫১১ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে ইনিংসের শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। তবে মধ্যাহ্ন বিরতি থেকে ফেরার পরই হোঁচট খেয়েছে দল। এক সেশনে টপ অর্ডারের তিন উইকেট হারিয়ে বিপাকে টাইগাররা। উইকেটে অনেকটা টিকে গিয়েও একে একে ফিরে গেছেন মাহমুদুল হাসান জয়, জাকির হাসান। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক।
চা-বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের সবশেষ সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১৩২ রান। উইকেটে ১৪ রানে অপরাজিত আছেন সাকিব আল হাসান। মুমিনুল আউট হওয়ার পর ব্যাট করতে নেমেছেন লিটন কুমার দাস। দুই অভিজ্ঞ তারকা ব্যাটারের দিকেই চেয়ে আছে এখন বাংলাদেশ। জিততে হলে এখনও বাংলাদেশকে করতে হবে ৩৭৯ রান। হাতে আছে ৪ সেশন আর ৬ উইকেট।
চার নম্বরে নামা মুমিনুল হক ওয়ানডে ঘরানার ব্যাটিংয়ে এগোচ্ছিলেন বেশ ভালোভাবেই। কিন্তু বিরতির ঠিক আগের ওভারে অহেতুক শট খেলে উইকেট ছুড়ে আসেন পঞ্চাশ রানের ইনিংস খেলা অভিজ্ঞ ব্যাটসম্যান। সাকিব ১৭ বলে ১৪ ও লিটন ৫ বলে ০ রানে শেষ সেশনের খেলা শুরু করবেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post