এক হালির মিশনে মাশরাফি

0
17

স্পোর্টস ডেস্ক: টাইগারদের সফল অধিনায়ক মাশরাফি। তার ছোঁয়াতেই বদলে যায় যে কোন দল। হয়ে উঠে শিরোপা বিজয়ী। বাংলাদেশ প্রিমিযার লিগ ক্রিকেট মাঠে গড়িয়েছে তিন বারই। সে তিনবার শিরোপা উঠেছে মাশরাফির হাতে।

আগামিকাল শুক্রবার থেকে চতুর্থ আসর মাঠে গড়াচ্ছে। আবারো কি মাশরাফির হাতে উঠবে শিরোপা? নাকি হাত ছাড়া হবে এক হালি পুরণের মিশন? এবার মাশরাফি মাঠে নামছেন চতুর্থবার শিরোপা মিশনের জন্য।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটর্স (বর্তমান ঢাকা ডায়নামাইটস) দলের অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মর্তুজা। তৃতীয় আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দায়িত্ব কাঁধে নেন টাইগার দলপতি। সেখানেও চ্যাম্পিয়ন তিনি। এবারো কুমিল্লার দলপতি মাশরাফি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লার হাতে এবার শিরোপা উঠলে মাশরাফি জিতবেন চতুর্থ শিরোপা।

শুক্রবার বিপিএলের চতুর্থ আসেরের উদ্বোধনী ম্যাচে রাজশাহী কিংসের মুখোমুখি হচ্ছে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুর আড়াইটায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।

বৃহস্পতিবার ম্যাচের আগের দিন দুপুরে মিরপুর একাডেমি মাঠে গণমাধ্যম কর্মীরা মাশরাফির কাছে জানতে চান, টানা চারবারের চ্যাম্পিয়ন হতে শুরুটা তিনি কেমন করতে চাইছেন।

মাশরাফি অবাক হয়েই বললেন, ‘চতুর্থবার! এতোদূর ভাবার তো কিছু নাই। টুর্নামেন্ট শুরুই হতে পারলো না, এতোদূর চিন্তা করার সুযোগ নেই। দল যা আছে ভালো খেলার চেষ্টা করতে হবে শুরু থেকেই। প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। যদি ভালো শুরু পাই তাহলে মোমেন্টামটা সাথে থাকলে সামনের ম্যাচগুলো খেলতে কিছুটা হলেও সহজ হবে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here