স্পোর্টস ডেস্ক:: লিভারপুলকে উড়িয়ে ম্যানইউতে শুরু হলো এরিক টেন হাগের অধ্যায়। মঙ্গলবার রাতের ম্যাচে লিভারপুলকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউইনাইটেড। ক্লাব ফুটবলের নতুন মৌসুম শুরুর আগে শেষ মুহূর্তের প্রস্তুুতি সারছে ক্লাবগুলো।
প্রাক-মৌসুমের প্রস্তুুতি ম্যাচে লিভারপুল ও ম্যানেচস্টার ইউনাইটেড মুখোমুখি হয়েছিলো ব্যাংককের রাজামাঙ্গালা স্টেডিয়ামে। যেখানে প্রতিপক্ষের সাথে পেরে উঠতে পারেনি লিভারপুল। প্রথমার্ধের তিন গোল আর দ্বিতীয়ার্ধের এক গোল মিলিয়ে এক হালি গোলে বিধ্বস্ত হয়েছে দলটি।
প্রীতি ম্যাচটির শুরুতেই এগিয়ে যায় ম্যানইউ। ম্যাচের ১২তম মিনিটে জেডন সানচোর গোলে লিড নেয় দলটি। ১-০ গোলে পিছিয়ে পড়া লিভারপুল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। কিন্তুু দলটি সফল হতে পারেনি। উল্টো ম্যাচের আধঘন্টায় দ্বিতীয় গোল হজম করে তারা। ফ্রেডেরিকো স্যান্তোসের গোলে ম্যাচের ৩০তম মিনিটে ম্যানইউ এগিয়ে যায় ২-০ ব্যবধানে।
২-০ গোলে পিছিয়ে পড়া লিভারপুল প্রথমার্ধে আর ঘুরেই দাঁড়াতে পারেনি। উল্টো ম্যাচের ৩৩তম মিনিটে তৃতীয় গোল হজম করে। অ্যান্থনি মার্শিয়ালের গোলে বিরতির আগেই ব্যবধান ৩-০ করে ফেলে ম্যানইউ। এগিয়ে থেকেই বিরতিতে যায় দলটি।
দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলে কিছুটা প্রতিরোধের চেষ্টা করে লিভারপুল। রক্ষণভাগকে আগলে রাখে দলটি। কিন্তুু তবুও রক্ষা হয়নি। ম্যাচের ৭৬তম মিনিটে ফ্যাকুন্দ্রো পেলিস্ট্রির গোলে ম্যানচেস্টার ইউনাইটেড ব্যবধান ৪-০ করে ফেলে। বড় ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে রেড ডেভিলরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০