স্পোর্টস ডেস্ক:: চ্যাম্পিয়ন হওয়ার পরই যেনো শনির দশা বার্সেলোনার। টানা দুই ম্যাচ হারলো জাভির দল। লা লিগার শিরোপা উদযাপন করা দলটি এবার এক হালি গোলের ম্যাচে হারলো অবনমনের শঙ্কায় থাকা ভায়াদোলিদের কাছে।
চার গোলের ম্যাচটিতে ভায়াদোলিদের তিন গোল, বার্সার এক গোল। চ্যাম্পিয়ন হওয়ার পর সোসিয়েদাদের কাছে হেরেছিলো ২-১ গোলের ব্যবধানে। এবার ভায়াদোলিদের কাছে হার ৩-১ গোলের ব্যবধান। হজম করলো আরো এক গোল বেশি।
ম্যাচ শুরুর মিনিট দুইয়ের মধ্যেই পিছিয়ে পড়ে বার্সেলোনা। শুরুটা করলো নিজেদের ভুলে। জাভির দলের ডিফেন্ডার আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন হেডে দারুণ একটি গোল করেন, তবে সেটি নিজেদের জালেই। ভায়াদোলিদ ১-০ গোলে এগিয়ে যায় দ্বিতীয় মিনিটের ওই আত্মাঘাতী গোলে।
কুড়ি মিনিট পর আবারো ভুলের খেসারত দেয় বার্সা। এবার পেনাল্টি উপহার দেয় প্রতিপক্ষকে। ম্যাচের ২২তম মিনিটে সাইল লারিন স্পট কিক থেকে গোল করলে লেভানডফস্কিরা পিছিয়ে যায় ২-০ গোলে। বিরতির আগে আর ম্যাচে ফিরতে পারেনি তারা।
বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে ম্যাচে ফিরতে চেষ্টা করে বার্সা। জাভির দল একাধিক সুযোগও তৈরি করে। তবে তা কাজে লাগাতে পারেনি। বল নিজেদের নিয়ন্ত্রণে রাখলেও প্রতিপক্ষের জালে দেখা পাচ্ছিলো না। উল্টো পিছিয়ে পড়ে ৩-০ ব্যবধানে। ম্যাচের ৭৩তম মিনিটে গঞ্জালো প্লাটার গোলে ভায়াদোলিদ ৩-০ গোলে এগিয়ে যায়।
বড় ব্যবধানে পিছিয়ে পড়া বার্সেলোনা আর ম্যাচে ফিরতে পারেনি। শেষ দিকে ব্যবধান কমিয়েছেন কেবল লেভানডফস্কি। ম্যাচের ৮৪তম মিনিটে ফ্রেঙ্কি ডি জংয়ের পাস থেকে পাওয়া বলে গোল করেন এই তারকা। ম্যাচের ব্যবধান হয় ৩-১। হালি গোলের ম্যাচে হার নিয়ে মাঠ ছাড়ে লা লিগার চ্যাম্পিয়নরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০