স্পোর্টস ডেস্ক::এক হালি গোলে মাল্টাকে উড়িয়ে দিলো ইতালি। ইউরো বাছাইয়ের ম্যাচে ইতালি ৪-০ গোলের বড় জয় পেয়েছে। দোমেনিকো বেরার্দির জোড়া গোলে ইতালির বড় জয় নিশ্চিত হয়েছে।
শক্তির বিচারে ইতালির চেয়ে অনেক পিছিয়ে ছিলো মাল্টা। ম্যাচেও এর প্রভাব পড়েছে বেশ। কোনো প্রতিরোধই গড়তে পারেনি। প্রথমার্ধের দুই গোলের সঙ্গে দ্বিতীয়ার্ধের দুই গোলে এক হালি গোল হজম করে মাঠ ছেড়েছে মাল্টা।
পুরো ম্যাচেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ইতালি। আধিপত্য বিস্তার করেছে। ম্যাচের বেশির ভাগ সময়ই বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে দলটি। ম্যাচের ২২তম মিনিটেজাকোমো বোনাবেনতুরার গোলে লিড নেয় ইতালি। ১-০ গোলে এগিয়ে যাওয়া দলটি প্রথমার্ধেই ব্যবধান আরো বাড়ায়। প্রথমার্ধের যোগ করা সময়ে দোমেনিকো বেরার্দি গোল করে দলকে এগিয়ে দেন ২-০ গোল।
বিরতির পর মাল্টা ঘুরে দাঁড়ানোর কিছুটা চেষ্টা করে। তবে শক্তিশালি প্রতিপক্ষের বিপক্ষে পেরে উঠেনি দলটি। উল্টো ৬৩তম মিনিটে জোড়া গোল পূর্ণ করেন দোমেনিকো। ৩-০ গোলে এগিয়ে যাওয়া ইতালি মাল্টার কফিনে শেষ পেরেক ঠুঁকে দেয় ম্যাচের অন্তিম সময়ে।
৩-০ গোলে পিছিয়ে থেকে নির্ধারিত সময় শেষ করা মাল্টা যোগ করা সময়ে হজম করে আরো এক গোল। অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে দাভিদে ফ্রাত্তেসির গোলে ইতালির ৪-০ ব্যবধনাের জয় নিশ্চিত হয়।
ইউরো বাছাইয়ে ‘সি’ গ্রুপে খেলা ইতালি পাঁচ ম্যাচে তিন জয়ের সঙ্গে একটি করে হার ও ‘ড্র’য়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে। ইংল্যান্ড আছে টেবিল টপার দল হিসেবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post