স্পোর্টস ডেস্ক:: সৌদীর প্রো লিগে করিম বেনজেমাদের আল ইত্তিহাদ জিতলো প্রতিপক্ষকে নিয়ে ছেলেখেলা করে। আল রিয়াদকে ৪-০ গোলে হারিয়ে দারুণ জয় তুলে নিয়েছে ইত্তিহাদ।
প্রথমার্ধের তিন গোলের সঙ্গে যোগ করা সময়ের আরো এক গোলে ইত্তিহাদ গুণে গুণে এক হালি গোল দিয়েছে আল রিয়াদকে। ম্যাচের শুরুতে তিন’টি এবং শেষে এক”টি গোল হজম করলেও ইত্তিহাদ পরিশোধ করতে পারেনি একটি গোলও।
ইত্তিহাদের হয়ে হালি গোলের ম্যাচে শুরুটা করেন ফরাসি তারকা করিম বেনজেমা। ম্যাচের ১৭তম মিনিটে তার গোলেই ১-০ লিড নেয় দলটি। আবদেররাজ্জাক হামেদআল্লাহ ২৫তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান ২-০ করে ফেলেন। প্রথমার্ধের যোগ করা সময়ে হামেদআল্লাহ নিজের জোড়া গোল পূর্ণ করে ইত্তিহাদকে এগিয়ে দেন ৩-০ ব্যবধানে। আল রিয়াদ প্রথমার্ধে আর ম্যাচে ফিরতে পারেনি। এগিয়ে থেকেই বিরতিতে যায় বেনজেমারা।
দ্বিতীয়ার্ধের পুরোটা সময় ইত্তিহাদকে প্রতিরোধ করে রাখে রিয়াদ। নিজেরা গোল করতে না পারলেও গোল হজম করেনি। তবে তাদের সেই প্রতিরোধ ভেঙে যায় অতিরিক্ত সময়ে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সালেহ আল জামান রিয়াদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন। আল ইত্তিহাদের ৪-০ গোলের বড় জয় নিশ্চিত হয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০