স্পোর্টস ডেস্ক:: চেলসিকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করলো এরিক টেন হাগের দল। গুণে গুণে প্রতিপক্ষের জালে এক হালি গোল দিয়েছে ব্রুনো ফার্নান্দেজ, র্যাশফোর্ডরা। চেলসিকে ৪-১ গোলে হারিয়ে হ্যাটট্রিক জয় তুলে নিয়েছে ম্যানইউ।
ওল্ড ট্র্যাফোর্ডে বৃহস্পতিবার রাতে এরিকের শিষ্যরা দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে। চেলসি একের পর এক সুযোগ মিস করেছে। ফিনিংশয়ের দূর্বতায় প্রথমার্ধে ম্যাচেই ফিরতে পারেনি দলটি। প্রথমার্ধের দুই গোলের সঙ্গে দ্বিতীয়ার্ধের দুই গোলে ম্যানইউ ৪-১ গোলের ব্যবধানে জিতেছে।
ম্যাচের শুরুতেই কাসেমিরো ম্যানচেস্টার ইউনাইডেটকে এগিয়ে দেন। ম্যাচের ৬ষ্ঠ মিনিটেই ১-০ ব্যবধানে লিড নেয় এরিকের দল। শুরুতেই গোল হজম করে চেলসি প্রথমার্ধে আর ঘুরে দাঁড়াতে পারেনি। উল্টো বিরতির আগে যোগ করা সময়ে হজম করে আরো এক গোল। প্রথমার্ধের যোগ করা সময়ের ৫ম মিনিটে অতনি মার্সিয়ালের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় এরিকের দল। পিছিয়ে থেকে বিরতিতে যেতে হয় চেলসিকে।
বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে ম্যানইউ আরো উজ্জীবিত হয়ে উঠে। পিছিয়ে পড়া চেলসি ঘুরে দাঁড়ানোতো দূরের কথা, ভুল করে বসে পেনাল্টি উপহার দেয় প্রতিপক্ষকে। ম্যাচের ৭৩তম মিনিটে ব্রুনো ফার্নান্দেজ পেনাল্টি থেকে গোল করলে ম্যানচেস্টার ইউনাইটেড এগিয়ে যায় ৩-০ ব্যবধানে।
বড় ব্যবধানে এগিয়ে থাকা ম্যানইউর তবুও যেনো গোলের তৃষ্ণা মিটছিলো না। ম্যাচের ৭৮তম মিনিটে মার্কাস র্যাশফোর্ড চেলসির কফিনে ঠুঁকে দেন শেষ পেরেক। দলকে এগিয়ে দেন ৪-০ ব্যবধানে। এক হালি গোল হজমের পর একটি গোল শোধ করে চেলসি। ম্যাচের শেষ দিকে ৮৯তম মিনিটে জোয়াও ফেলিক্স শান্তনার গোল করেন। তাতে ৪-১ গোলের জয়ে মাঠ ছাড়ে চ্যাম্পিয়ন্স লিগে নিশ্চিত করা ম্যানইউ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post