স্পোর্টস ডেস্কঃ দুয়ারে কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ। আগামী ৫ অক্টোবর আহমেদাবাদে শুরু হচ্ছে এবারের আসর। তবে এখনো পাকিস্তান দলকে ভিসা দেয়নি ভারত! ভিসা না পেয়ে পরিকল্পনায় পরিবর্তন আনছে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা। এদিকে ভিসা জটিলতার কারণে প্রস্তুতি ম্যাচের আগে তাদের ভারতে পৌঁছানো নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
আগামী ২৮ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে খেলবে পাকিস্তান। সকালে হায়দ্রাবাদে পৌঁছে বিকেলেই ম্যাচটি খেলার কথা তাদের। নিরাপত্তার কারণে পর্যাপ্ত পুলিশ পাওয়া না যাওয়ায় ম্যাচটি অবশ্য দর্শকহীন স্টেডিয়ামেই খেলতে হবে দলটিকে।
২৮ সেপ্টেম্বর হায়দ্রাবাদের মুসলমানরা পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবি পালন করবে। এদিকে হিন্দুরা তাদের ধর্মীয় রীতি অনুযায়ী গনেশ বিসর্জন পালন করবে। এই দুটি উৎসবে মোতায়েন করা হবে অসংখ্য পুলিশ। আর এমন উৎসবের পরদিনও ব্যস্ত থাকবে পুলিশ। তাই তারা নিরাপত্তা দিতে পারবে না পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে।
পাকিস্তান এরপর ৩ অক্টোবর দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচটি খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এই ম্যাচ দু’টোর আগে এখনও ভারতের ভিসা হাতে পায় নি বাবররা। এদিকে বিশ্বকাপকে সামনে রেখে দলের পরিকল্পনা অনুযায়ী, আগামী সোমবার লাহোর থেকে দুবাই যেতে চেয়েছিল পাকিস্তান।
মধ্যপ্রাচ্যে দুদিন কাটিয়ে হায়দ্রাবাদের ফ্লাইট ধরতো পাকিস্তান। সেখানেই আগামী বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ। তবে ভিসা জটিলতায় এখন দুইদিনের সেই ‘দুবাই সফর’ বাতিল হয়েছে। বাবর আজমের নেতৃত্বাধীন দল আগামী বুধবারেই দুবাই যাবে। এরপর বৃহস্পতিবার সেখান থেকে সরাসরি ভারতে গিয়ে পৌঁছাবে তারা। যার অর্থ, দুবাইয়ে ছুটি কাটানোর আমেজ আর পাওয়া হচ্ছেনা বাবর আজমদের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post