স্পোর্টস ডেস্ক:: বিপিএলের পারিশ্রমিক নিয়ে জঠীলতা চলছেই। বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগটি প্রায় শেষ দিকে। তবে এখনো ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে এক টাকাও পারিশ্রমিক পাননি শ্রীলঙ্কান ক্রিকেটার লাহিরু সামারাকোন। দুর্বার রাজশাহীর হয়ে বিপিএল খেলতে এসেছেন এই লঙ্কান ক্রিকেটার।
নিজ ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে কোনো টাকা না পেয়ে বাধ্য হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অভিযোগ করেছেন লঙ্কান এই ক্রিকেটার। দুর্বার রাজশাহী বিপিএলের পারিশ্রমিক নিয়ে নানা নাটক করছেই। দলটির ক্রিকেটাররা পারিশ্রমিক না পেয়ে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়ে ছিলেন, অনুশীলন বয়কটও করে ছিলেন।
এরপর খেলোয়াড়দের পারিশ্রমিক ইস্যুত বিপিএল কর্তৃপক্ষ বৈঠক করে। বৈঠক করা ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে। তবুও দুর্বার রাজশাহী যেনো ভ্রুক্ষেপই করছে না। খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া রেখেই খেলিয়ে যাচ্ছে দলটি। এনিয়ে আলোচনা-সমালোচনা চলছে বেশ।
এক টাকাও না পাওয়ার অভিযোগ করে দুর্বার রাজশাহীর শ্রীলঙ্কান ক্রিকেটার লাহিরু সামারাকোন দেশের একটি গণমাধ্যমে বলেন, ‘ ফ্র্যাঞ্চাইজি আমাকে এখনও এক টাকাও দেয়নি। আমি প্রতিদিন তাদের টাকার ব্যাপারে জিজ্ঞাসা করি, কিন্তু তারা বলে যে তারা কাল আমাকে খেলার পরে বা আজ রাতেই টাকা দেবে। কিন্তু কখনোই সেই “কাল” আসে না।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে সব সময়ই আলোচনায় থাকে খেলোয়াড়দের পারিশ্রমিকের বিষয়টি। অতীতে আন্তর্জাতিক মহলেও আলোচিত হয়েছে ফ্র্যাঞ্চাইজিদের এমন প্রতারণার ঘটনা। একাদশতম বিপিএল সেই পথ থেকে বেরুতে পারছে না। শুরু থেকেই পারিশ্রমিক নিয়ে দু’একটি ফ্র্যাঞ্চাইজি নানা নাটক করে আসছেই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০