স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগে এখনো টিকে আছে বার্সেলোনা। তবে অনেক যদি-কিন্তুর হিসেব আছে এখনো। নিশ্চিত বিদায় থেকে রক্ষা পাওয়া বার্সার নায়ক রবার্ত লেভানডফস্কি। এই পোলিশ তারকার জোড়া গোলে বুধবার ক্যাম্প ন্যুয়ে ইন্টার মিলানের সাথে ৩-৩ ব্যবধানে নাটকীয় ড্র করেছে জাভি হার্নান্দেজের দল।
ম্যাচ শেষে বার্সা ডিফেন্ডার এরিক গার্সিয়া বলেছেন, ‘আমরা অনেক সুযোগ পেয়েছি, কিন্তু সেগুলো কাজে লাগাতে পারিনি। এই পর্যায়ে এসে ভুল করলে তা থেকে বেরিয়ে আসাটা কঠিন। যদিও আমরা লড়াইয়ে ফিরে শেষ পর্যন্ত ড্র করতে সক্ষম হই। আমরা এখনো টুর্নামেন্ট থেকে ছিটকে পড়িনি, কিন্তু বিষয়টি জটিল হয়ে গেছে। আমাদের এর মাঝেই এগিয়ে যেতে হবে। এখনো কিছু আশা বেঁচে আছে।’
চার ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে বার্সেলোনা। ইউরোপ সেরার আসর থেকে ছিটকে যাওয়ার চোখ রাঙানি তাদের সামনে। ১২ পয়েন্ট নিয়ে এরই মধ্যে নকআউটে জায়গা করে নিয়েছে বায়ার্ন মিউনিখ। বার্সেলোনা বাকি দুটি ম্যাচে জিতলেও পয়েন্ট দাঁড়াবে ১০, একটি জিতলেই সমান পয়েন্ট হবে ইন্টারের। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় পরের পর্বে চলে যাবে ইতালিয়ান জায়ান্টরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০